বর্তমানে টেকনোলজি যে দ্রুত গতিতে এগিয়ে চলছে তার কোন সন্দেহ নেই, তার একটা জলজ্যান্ত উদাহরণ হল এ আই (A.I. Artificial Intelligence )। যদি বর্তমানে আপনি যদি কোন কিছু ছবি ড্রয়িং বা আঁকতে যান, তাহলে অবশ্যই আপনার এই আর্টিকেলটি অনেকটাই উপকারে আসবে, কারণ আজ আমরা আলোচনা করব – ৬টি সেরা AI Text to Image Generator ওয়েবসাইট।
অর্থাৎ আপনি কম্পিউটার কে লিখে বলবেন আমার এই রকম একটি ছবি দরকার। ঠিক সেই রকম ছবি আপনাকেবানিয়ে কিছু সেকেন্ডের মধ্যে দিয়ে দেবে।
আর্টিকেলটি পড়ে যতটা না কঠিন মনে হচ্ছে আপনি লাইভ করলে তার থেকে আরো সহজ মনে হবে। সুতরাং চলুন তাহলে জানা যাক – ৬টি সেরা AI Text to Image Generator ওয়েবসাইট।
deepai.org
এই ওয়েবসাইটটির ইন্টারফেস্ট খুব সহজ, এবং যখনই আপনি এই একাউন্টে লগইন করবেন, একাউন্ট করার দরকার পড়বে না, আপনি টেক্সট আকারে যা কিছু এখানে লিখে টাইপ করে সেন্ড করবেন, সেই লেখা অনুযায়ী আপনাকে একটি সুন্দর ছবি বানিয়ে দেবে।
এবং এই ওয়েবসাইট টি নতুন একটি টেকনোলজি যা খুব সহজেই মার্কেটে জনপ্রিয় হতে শুরু করেছে, শুরুর দিকে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে দিলে ও পরবর্তী কালে আপনাকে ব্যবহার করার জন্য ভালো একটা টাকা দিতে হতে পারে।
দৈনন্দিন জীবনে আপনি নিত্য নতুন নতুন বিভিন্ন ছবি এই মাধ্যমে তৈরি বা বানাতে পারবেন।
runwayml.com
মার্কেটে থাকা অন্যান্য ai ওয়েবসাইটের মতো এটিও একটি জনপ্রিয় ও খুব ভালো একটি লেখা থেকে ছবিতে রূপান্তরিত করা একটি ওয়েবসাইট।
এবং এই ওয়েবসাইটের সঙ্গে Microsoft এর মত বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির পার্টনারশিপ রয়েছে। অর্থাৎ বিভিন্ন তাদের নিজেদের কাজের জন্য এই ai ওয়েবসাইট ব্যবহার করে থাকে।
তবে এক্ষেত্রে আপনি কিছু সংখ্যক ছবি ফ্রিতে বানাতে পারবেন, এবং তারপর থেকে এই টুলস টি বা ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে।
openai.com
আমরা সবাই জানি কিছুদিন আগে এই ওয়েবসাইট ট্রেন্ডিংয়ে রয়েছিল। এবং ai ব্যবহার করে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি – যেকোনো ধরনের ছবি কিছু সেকেন্ডের মধ্যে তৈরি করে নিতে পারবেন।
এবং আপনি চাইলে এই ai এর অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, তবে এই এই অ্যাপসটি অ্যাপস টা পেয়ে যাবেন, কারন এখন পর্যন্ত android এর জন্য প্লে স্টোরে আসেনি।
artbreeder.com
অন্যান্য ai ওয়েবসাইটের মত এটাও একটি ওয়েবসাইট – তবে এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের অত্যাধুনিক ও অতি উন্নত মানের কাজ দেখতে পাবেন।
তবে এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে টাকা দিতে হবে, যদিও আপনি কেবলমাত্র দশটি ছবি এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করতে পারবেন।।
nvidia.com
বড় বড়ো গেমিং কোম্পানি এই এ আই ওয়েবসাইট কে রেফার করে থাকেন, শুধু তাই নয় বিভিন্ন গাড়িতে এই আই এর ব্যবহার করা হয়ে থাকে।
এবং এই ai ওয়েবসাইট ব্যবহার করে – আপনি এ ধরনের 3D ছবি তৈরি করতে পারবেন, এবং আপনি যদি এই ওয়েবসাইট থেকে – বিভিন্ন ধরনের সফটওয়্যার অর্ডার দিয়ে তৈরি করাতে পারেন,
এবং ২৪ ঘন্টা এনে দে সাপোর্টিং টিম আপনাকে সর্বদা সাহায্য করবে, তবে হ্যাঁ এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে টাকা দিতে হবে।
etsenhance.io
এই ওয়েবসাইটটি এতটাই উন্নত মানের ai, আপনি চাইলে ফটোশপের বিভিন্ন ডিজাইন থেকে শুরু করে কালার করা কাজ এর দ্বারা করাতে পারবেন।
এবং আপনার যদি কোন ই-কমার্স ওয়েবসাইট থেকে থাকে, তাহলে এনাদের API key ব্যবহার করে আপনি বিভিন্ন ভাবে আপনার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেড করতে পারবেন।
তবে এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে টাকা দিতে হবে, কিন্তু শুরুতে আপনি দশটি ছবি ইচ্ছামত তৈরি করতে পারবেন।
অবশেষে
আশা করব আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে – ৬টি সেরা AI Text to Image Generator ওয়েবসাইট।
তবুও যদি কোন রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।