শ্রেণি, শ্রেণিসীমা ও শ্রেণি সীমানা কাকে বলে। নমুনা-সহ পরিসংখ্যা বিভাজন দেখাও।

শ্রেণি, শ্রেণিসীমা

কোনাে পরিসংখ্যান বিভাজনে উপস্থিত স্কোরসমূহ সুনির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজিয়ে নির্দিষ্ট প্রসার-সহ যে ভাগ করা হয়, তাদেরকে বলে শ্রেণিতথা শ্রেণিবিভাগ (Class or Class Interval)। পরিসংখ্যা বিভাজনে কিছু ক্ষেত্রে প্রথম শ্রেণির নিম্নসীমা ও শেষ শ্রেণির ঊর্ধ্বসীমা অনির্দিষ্ট থাকার জন্য সেই শ্রেণিকেবলে মুক্ত বা মুক্তপ্রান্ত শ্রেণি (Open-ended class)।

কোনাে শ্রেণিবিভাগ বা শ্রেণি বণ্টনে সেই নির্দিষ্ট শ্রেণির ঊধ্ব ও নিম্ন উভয় প্রান্তকে বলে শ্রেণিসীমা বা Class Limit। এই হিসেবে উর্ধ্ব শ্রেণিসীমাকে বলে Upper Class Limit এবং নিম্ন শ্রেণিসীমাকে বলে Lower Class Limit । উদাহরন : 10-19, 20-29 ।

শ্রেণি সীমানা

যখন কোনাে অবিচ্ছিন্ন চলক বিবেচনা করা হয় তখন পর্যবেক্ষণগুলিকে কোনাে একটি নির্দিষ্ট এককের আসন্নমানে প্রকাশ করা হয়। একে বলা হয় শ্রেণি সীমানা বা Class boundary। যেমন- একদল ব্যক্তির ওজনের পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে যদি ওজনগুলিকে পাউন্ডের আসন্নমানে লিপিবদ্ধ করা হয় তবে 100-109 এরূপ শ্রেণিবিভাগের ক্ষেত্রে 99.5 পাউন্ড থেকে 109.5 পাউন্ডের কম পর্যন্ত সবকটি পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ শ্রেণি সীমানা হল অবিচ্ছিন্ন।

শ্রেণি, শ্রেণিসীমা ও শ্রেণি সীমানা কাকে বলে। নমুনা-সহ পরিসংখ্যা বিভাজন দেখাও।

উপরের চিত্রে লাল লাইন দ্বারা নিম্ন শ্রেণি সীমানা এবং নীল লাইন দ্বারা উর্ধ্ব শ্রেণি সীমানা বােঝানাে হচ্ছে।

যেমন— 60-69 শ্রেণিবিভাগে 59.5-কে বলা হয় নিম্ন শ্রেণি সীমানা এবং 69.5-কে ঊর্ধ্ব শ্রেণি সীমানা।

সূত্র : শ্রেণির নিম্ন মানের সঙ্গে 0.5 বিয়ােগ করতে হয় এবং ঊর্ধ্ব শ্রেণির সঙ্গে 0.5 যােগ করতে হয়।

নমুনা-সহ পরিসংখ্যা বিভাজন

নিম্নে কতকগুলি স্কোর দেওয়া হল সেগুলি Raw Score বা কাচা স্কোর। এগুলিকে পরিসংখ্যা বিভাজনে স্থাপন করা হল一

শ্রেণি, শ্রেণিসীমা ও শ্রেণি সীমানা কাকে বলে। নমুনা-সহ পরিসংখ্যা বিভাজন দেখাও।

শ্রেণি প্রসারের আয়তনের উপর শ্রেণি ব্যবধানের দৈর্ঘ্য নির্ভর করে। শ্রেণি ব্যবধানের দৈর্ঘ্য এমন হবে যাতে ৪-এর বা 15-এর বেশি না হলে ভালাে। খুব কম বা খুব বেশি ব্যবধান কোনােটাই ভালাে নয়।

শ্রেণি, শ্রেণিসীমা ও শ্রেণি সীমানা কাকে বলে। নমুনা-সহ পরিসংখ্যা বিভাজন দেখাও।
শ্রেণি, শ্রেণিসীমা ও শ্রেণি সীমানা কাকে বলে। নমুনা-সহ পরিসংখ্যা বিভাজন দেখাও।

এইরকম Question answer পাওয়ার জন্য আমাদের website visit এ করুন

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের(education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment