মৃত্যুঞ্জয় যা দেখে
মানিক বন্দ্যোপাধ্যায়ের আকালের পটভূমিতে লেখা “কে বাঁচায়, কে বাঁচে” গল্পের নায়ক মৃত্যুঞ্জয় শহরে আদি অন্তহীন ফুটপাথ ধরে ঘুরে ঘুরে প্রত্যক্ষ করে 2 মুঠো খাদ্যের চন্দনের গ্রাম উজাড় করে শহরে চলে আসা দুর্ভিক্ষ পীড়িত বুভুক্ষু মানুষের জীবন সংগ্রাম। শিকড় ছেঁড়া, সংকটাপন্ন, শ্রমজীবী সেইসব মানুষ শহরে আদি অন্তহীন ফুটপাথ ধরে ঘুরে ঘুরে বেড়ায়, ডাস্টিনের ধারে কিংবা গাছের নিচে খোলা ফুটপাথ পড়ে থাকে। অনেক রাতে দোকান বন্ধ হলে সেই আশ্রয়হীন মানুষগুলো হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে লঙ্গরখানায় সামনে দুমুঠো খাদ্যের প্রত্যাশায় লাইন দিয়ে তারা, একটু খিচুড়ির জন্য কারাগারে মারামারি করে।
মৃত্যুঞ্জয়ের উপলব্ধি
অন্নপ্রার্থী মানুষগুলোর সঙ্গে দিনের পর দিন মেলামেশা করে মৃত্যুঞ্জয় উপলব্ধি করে-তাদের সকলেরই বলার ভাষা ভঙ্গি একই রকম তাদের-“কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই।”দুর্ভিক্ষ পীড়িত, অসহায় মানুষগুলোর সঙ্গে পরিচয় হয়ে মৃত্যুঞ্জয় অনুভব করতে পারে তাদের দুর্ভাগ্যের কথা, দুঃখের জীবন কাহিনী তাই স্বার্থপর হয়ে বেঁচে বসতে থাকার যাবতীয় জাগতিক উপাচার নিমেষে আগ্রহ করে মৃত্যুঞ্জয় বাঁচতে চাই দুর্ভিক্ষের শিক্ষার সকল মানুষকে। নিজের ভালো থাকার চেয়ে অন্নহীন মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব তার কাছে বড় হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় বুঝতে পারে-যথা সর্বস্ব দান করলে ও পরিস্থিতি কিছু মাত্র বদলাতে পারবে না। তাই এক অদ্ভুত হতাশা গ্রাস করে তাকে, ক্রমে মানসিক বিকৃতির শিকার হয়ে মৃত্যুঞ্জয় নিরন্ন মানুষের ভিড়ে একাত্ম হয়ে যায়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল ?
অপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল ?
ছোট গল্প হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির কতখানি সার্থক, আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় স্ত্রী তথা টুনুর মা-এর চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’ছোট গল্প অবলম্বনে নিখিল চরিত্রটি পর্যালোচনা করা ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পে লেখকের মানবদরদি মানসিকতা কিভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো ?
“একটু অবজ্ঞার সঙ্গে ভালও বাসে” -কে , কাকে, কেন পছন্দ করত বা ভালোবাসত ?
“এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ?” -কোন অপরাধের কথা বলা হয়েছে ? বক্তা কেন নিজেকে অপরাধী মনে করেছেন?
“দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে” -কোন প্রসঙ্গে বলা হয়েছে? এমন বলার কারণ কি?
“এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” -কে, কেন এবং কিভাবে দেশের লোককে বাঁচাতে চায় ?
‘শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়।’ – ‘ঘুরে ঘুরে’ সে কি দেখে এবং কি উপলব্ধি করে?
“তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।” -কারো অভিজ্ঞতা? এমন বলার কারণ কি