মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম

Internet ব্যবহার এখন জীবনের একটি পার্ট হয়ে দাঁড়িয়ে আছে। স্কুল থেকে কলেজ কারখানা থেকে ফ্যাক্টরি সব জায়গায় কোনো কাজ সম্ভব নয়।

কারন কেবলমাত্র ইন্টারনেটই আপনার এমন একটি রাস্তা যেখানে কয়েক মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ টাকা সহ ফাইল ট্রানজেকশন করা সম্ভব।

এবং আপনি হয়তো ভাবলে আশ্চর্য হবেন যে সবথেকে কম টাকায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ কেবল ভারতীয় কে থাকে।

অন্যান্য দেশে ইন্টারনেট ব্যবহার করার জন্য যথেষ্ট টাকা আপনাকে দিতে দিতে হয়। সুতরাং আপনি যদি ল্যাপ বা কম্পিউটার কিনেন তাহলে আপনাকে আলাদাভাবে ব্রডব্যান্ড কানেকশন বা ইন্টারনেটের নেওয়ার দরকার হবে না।

আপনি চাইলে আপনার ফোন কিছু ব্রডব্যান্ড হিসাবে অর্থাৎ ইন্টারনেট এর সুযোগ সুবিধা নেয়ার জন্য ব্যবহার করতে পারেন। সুতরাং আজকের টপিকের মূল বিষয়বস্তু হলো –

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম

তবে হ্যাঁ মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করার সাধারণত তিনটি রাস্তা বা পদ্ধতি রয়েছে। যা ব্যবহার করে আমি খুব সহজেই ইন্টারনেটের সুবিধা নিতে পারেন।

তবে কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, , মোবাইলের সঙ্গে কম্পিউটারের ইন্টারনেট কানেকশন করার জন্য, অবশ্যই কিন্তু আপনার কম্পিউটারের ওয়াইফাই কানেক্টর থাকা দরকার।

যদি বর্তমানে এডভান্স কম্পিউটারে এমনিতেই ইনবিল্ড মাদারবোর্ড ওয়াইফাই কানেক্টর সংযুক্ত থাকে, কিন্তু আপনার পুরনো ডেক্সটপ বা ল্যাপটপ হয়ে থাকে,

সে ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা ভাবে ওয়াইফাই কানেক্টর টা এক্সট্রা করে ইউএসবি পোর্টে সংযুক্ত করতে হবে।

তাই চলুন সেই তিনটি পদ্ধতি যার সাহায্যে মোবাইল থেকে কম্পিউটার করা সম্ভব –

প্রথম উপায়

প্রথম উপায় হল আমাদের স্মার্টফোনের চার্জারের যে ডাটা কেবল তার থাকে, ইউএসই পোর্ট টি আমাদের কম্পিউটারের সংযুক্ত করতে হবে।

এবং অপর প্রান্তটি আমাদের ফোনের মধ্যে সংযুক্ত থাকবে। তারপর অটোমেটিকলি একটি অপশন দেখতে পাবেন।

ফাইল ট্রান্সফার অল অর অনলি ইমেজ, আপনি ফাইল ট্রান্সফার অলে ক্লিক করার পরে, সেটিং এ গিয়ে ইন্টারনেট শেয়ার এ ক্লিক করে দেবেন।

তারপর আপনি আপনার ফোনের ডেটা টি অন করবেন, তাহলে অটোমেটিকলি ভাবে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ হয়ে যাবে।

অথবা আপনি এই সেটিং এ গিয়ে আপনি অন করতে পারেন – Settings > Connection & sharing বা Hotspot & tethering > USB tethering ।

দ্বিতীয় উপায়

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করার মধ্যে এই দ্বিতীয় উপায়টি হলো একদম সহজ। এখানে কেবলমাত্র আপনার স্মার্টফোনের হটস্পটটি অন করতে হবে।

তারপর টেক্সটপের ডান দিকে এসে আরো চিহ্নতে ক্লিক করতে হবে, সেখানে আপনার স্মার্টফোনের wifi এর নামটি দেখতে পাবেন।

তারপর ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টারনেটটির সংযুক্ত হয়ে যাবে, তবে যদি আপনার হটস্পট এর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকে তবে সেখানে ইনপুট ইউর পাসওয়ার্ড বলে অপশন দেখাবে।

এবং আপনার সঠিক পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

তৃতীয় উপায়

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ সর্বশেষ মাধ্যম – ব্লুটুথ (Bluetooth )। এক্ষেত্রে আপনি যেরকম আগে হটস্পট ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত করেছিলেন।

এখানে সবকিছু একই কিন্তু এখানে কেবলমাত্র হটস্পট এর জায়গায় ব্লুটুথ কানেক্ট করাতে হবে।

অর্থাৎ আপনার ফোনে প্রথমে ডেটা বা ইন্টারনেটে অন করে নেবেন, তারপর ফোনের ব্লুটুথ চালু করবেন। অবশেষে কম্পিউটারের সার্চ অপশন এ ব্লুটুথ সার্চ করে কানেক্ট করে নেবেন।

তাহলে সঙ্গে সঙ্গে ফোনের ইন্টারনেট টি আপনি কম্পিউটারের দ্বারা ব্যবহার করতে পারবেন।

অবশেষে

আছে আমাদের বিষয় বস্তু ছিল স্মার্টফোনের ব্যবহার করে, কিভাবে আপনি ইন্টারনেটের সুবিধা দিতে পারেন।

আশা করব আর্টিকেলটি আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে।, যদি কোন রকম কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লে করবোই।

Leave a Comment