মনোযোগের সংজ্ঞা

আধুনিক কালে বিভিন্ন মনোবিদগণ মনোযোগের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তবে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা হলো-

মরগান,কিং এবং রবিন সেনের মতে – মনোযোগ বলতে বোঝায় অভিজ্ঞতার ভান্ডারে নতুন কোন বিষয় সংযোজন এর জন্য কোন নির্বাচনের প্রক্রিয়া।

J.R. ROSS এর মতে মনোযোগ হল এমন একটি মানসিক প্রক্রিয়া যা কোনো বিষয়কে পরিষ্কারভাবে চিন্তনের মাধ্যমে মনের সামনে তুলে ধরে।

এক কথায় মনোযোগ হল উদ্দীপক নির্ভর নির্বাচনধর্মী অস্থায়ী এবং পরিবর্তনশীল সচেতন মানসিক প্রক্রিয়া।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment