ভাষাবিজ্ঞানের ধারায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো?

সংজ্ঞা

অর্থ নিরপেক্ষভাবে সমকালীন জীবন্ত ভাষার বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও বর্ণনা ভাষা বিজ্ঞানের যে শাখায় আলোচিত হয়, তাকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলে। এই শাখা একটি নির্দিষ্টকালের ভাষা চর্চা হয়ে থাকে বলে ভাষাবিজ্ঞানীরা রেখে এককালীন ভাষাবিজ্ঞান (Synnchronic Linguistics) বলে।

ইতিহাস

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জনক হলেন ফেদিনাঁ দ্য সোস্যুর। পাশ্চাত্যে তিনি ছাড়া ও ভাষাবিজ্ঞানের এই শাখা কে সমৃদ্ধ করেছেন গ্লঈসন, হকেট, ব্লুমফিল্ড প্রমুখ। একটা ইউরোপ এবং আমেরিকাতে ভাষা চর্চার এই দৃষ্টিভঙ্গি যখন বেশ গ্রহণযোগ্যতা পায়, সেই সময় উঠে আসে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের ধারা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানীরা ঐতিহাসিক ধরা থেকে নিজেদের স্বতন্ত্র রাখতে সর্বদা সচেষ্ট থাকেন। সোস্যুর সরাসরি জান না : ‘The opposition between the two viewpoints, the Synnchronic and the diachronic, is absolute allows compromise [‘Course in General Linguistics’]

ক্ষেত্র ও বিভাজন

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ভাষা চর্চা হয়ে থাকে জীবন্ত ভাষা নিয়ে এবং এখনো যে ভাষার অস্তিত্ব আছে বা ছিল, যা এখনো লিপিবদ্ধ হয়নি সেইসব ভাষার গুরুত্ব এখানে অপরিসীম। কথ্যভাষার রুপ‌ই এই বিবেচ্য বলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান চর্চায় চারটি বিষয় প্রাধান্য পায় :

১. ধ্বনিবিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব

২. রূপতত্ত্ব

৩. বাক্য তত্ত্ব

৪. শব্দার্থতত্ত্ব

বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে তাই মূল ভাষা প্রবাহের সঙ্গে অবশ্যম্ভাবী রূপে প্রাধান্য পায় উপভাষা (Dialect) ও ব্যক্তি ভাষা (ldeolect)।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment