দিব্যেন্দু বড়ুয়ার কৃতিত্ব
ভারতবর্ষে প্রাচীনতম দাবা খেলার ক্লাবের নাম Calcuta Chess Club. ‘Calcutta Chess Club ‘ ১৯৫০ খ্রিস্টাব্দে John Cochrane -এর উদ্যোগে প্রতিষ্ঠা পায়। দাবা খেলার একজন বিখ্যাত খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়া জন্ম ২৭ শে অক্টোবর ১৯৬৬ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একজন দাবা গ্রান্ড মাস্টার। তিনি বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্রান্ড মাস্টার। ১৯৭৮ খ্রিস্টাব্দে ১২ বছর বয়সে ভারতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ দাবায় সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করে।
১৯৮২ খ্রিস্টাব্দে বড়ুয়া তৎকালীন বিশ্বের দুই নম্বর গ্র্যান্ড মাস্টার প্রায়ত ভিক্টর করশনয়কে লন্ডনে পরাজিত করেন। ১৯৮৩ খ্রিস্টাব্দে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপ যেতেন। বড়ুয়া ১৯৯১ খ্রিস্টাব্দে ফিদে দ্বারা গ্রান্ড মাস্টার খেতাব ভূষিত হন। তিনি অর্জুন পুরস্কারেও সম্মানিত হন। ৮ই ফেব্রুয়ারি ২০১৫ খ্রিস্টাব্দে দিব্যেন্দু গ্রামের বাচ্চাদের দাবা শিক্ষার জন্য দক্ষিণ 24 পরগণার কাজিপুর গ্রামে প্রথম চেস হাবের উদ্বোধন করেন।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর