ভূমিকা
মহাশ্বেতা দেবী এমন এক সচেতন ভাষা শিল্পী যিনি বাস্তবের নির্মম কঠিন রূপকে ভাষার মধ্যে দিয়ে নিখুঁতভাবে। তিনি সামাজিক দায়বদ্ধতার কথা মনে রেখে সমাজের নিম্নবর্গের ব্রাতা মানুষের ভাষাকে অবলম্বন করেই নির্যাতিত মানুষের গল্প লিখেছেন। আর তাই কাহিনীর বাস্তবতা ও জীবনের বাস্তবতা মিলেমিশে এক হয়ে গেছে।
‘ভাত’ গল্পটি সাধারণ চলতি ভাষায় লেখা এমন একটি গল্প যেখানে মহাশ্বেতা দেবীর প্রয়োজন এ আঞ্চলিক ভাষারও ব্যবহার করেছেন। যে পরিবেশ, চিত্র, সামাজিক স্তরবিন্যাস, মূল্যবোধ, চেতনা এই গল্পের উপজীব্য, তা নিঃসন্দেহে কাব্যস্পর্শী হয়। ফলে গল্পের ভাষা ও কাব্যময় হয়নি। বরং শহরের ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষার ব্যবহারে গল্পটি বাস্তববাদী ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
ভাষার ব্যবহার
ভাষা যেহেতু মানুষের সৃষ্টি, ফলে তার অঞ্চল ভেদে তারতম্য ঘটে। শহরের ভাষার পাশাপাশি সুন্দরবন তথা মাতলা নদী সংলগ্ন অঞ্চলের ভাষা ও ব্যবহার করেছেন মহাশ্বেতা দেবী। ভাষার সুগঠিত গ্রন্থনে মহাশ্বেতা দেবী বাস্তবের প্রতিটি ঘটনা সামঞ্জস্যপূর্তভাবে বর্ণনা করেছেন। বড়োবাড়ির লোকেদের ভাষা, কি উচ্ছব ও অন্যান্যদের আঞ্চলিক ভাষা, সমস্ত ক্ষেত্রে যথার্থ নৈপুণ্য বজায় রেখেছেন রচয়িতা।
উপসংহার
মহাশ্বেতা দেবীর ভাষার মধ্যে যে গতিশক্তি সঞ্চারিত করেন, তা তার একান্ত নিজের লেখনীর বৈশিষ্ট্য। এখানেই তিনি অন্যদের থেকে পৃথক এবং এখানেই তার শ্রেষ্ঠত্ব।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?