ব্রতচারী প্রবর্তক স্বর্গীয় গুরু সদয় দত্ত ১৮৮২ খ্রিস্টাব্দের ১০ মেয়ে শ্রীহট জেলায় বীরশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রেসিডেন্সি কলেজ থেকে এম এ পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে ১৯০৩ খ্রিস্টাব্দে কেম্ব্রিজের ইমানুয়েল কলেজের অধ্যায়ন শুরু করেন।
অবদান
১৯০৫ খ্রিস্টাব্দে আই সি এস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে এবং আইন ও ব্যারিস্টারি পরীক্ষাতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং মহকুমায় জেলা শাসক হিসেবে কর্মে নিযুক্ত হন। সময়ের হিসেবে বলেছে ১৯২৯ খ্রিস্টাব্দ। এই সময়ে জানুয়ারি মাসে তিনি লোকনৃত্য উৎসবে লন্ডনে গিয়ে দেখেন যে ওই দেশের সর্বোচ্চ সম্মানীয় গান তাদের দেশের লোক নৃত্যে অংশগ্রহণ করে নিজেদের গৌরবান বলে মনে করেন। সেই বছর ময়মনসিংহ জেলা শাসক থাকাকালীন জারি ও বাউল নৃত্যের সঙ্গে পরিচয় ঘটে। ১৯৩০ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানের বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ না করায় অপরাধে বীরভূম জেলায় বদলী হন- পরিচয় ঘটে ‘রায়বাঁশে’ নৃত্যের সঙ্গে।
১৯৩১ খ্রিস্টাব্দে তিনি ব্রতচারী প্রচেষ্টায় সত্যপাত করলেও ১৯৩২ খ্রিস্টাব্দের সাত ফেব্রুয়ারি ব্রতচারীর প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপিত হয়। ১৯৪৮ খ্রিস্টাব্দে বাংলার ব্রতচারী সমিতি স্থাপিত হয়। ১৯৩৫ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রূপে লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকনৃত্য উৎসবে যোগ দেন। স্থাপন করেন ব্রতচারী সমিতি। বরোদায় প্রদর্শন করেন ব্রতচারীর নৃত্য।
ব্রতচারী সোনার যাত্রা পথে এরপর জমা হতে থাকে সোনার পালক। ১৯৪৮ খ্রিস্টাব্দে নিজামের আমন্ত্রণে হায়দ্রাবাদের ব্রতচারী প্রদর্শিত হতে থাকে। উডর্বআন পার্কে নেতাজির বাড়ির ছাদে মাহাত্ম্য গান্ধীর সামনে ব্রতচারী অভিনয় প্রদর্শিত হতে থাকে। ১৯৪০ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ব্রতচারী গ্রাম পতন হয়। মহীশূর রাজ্যে ব্রতচারীদের বিপুল সংবর্ধনার আয়োজন করা হয়। এখন ব্রতচারী ইতিহাসের পাতায় নাম লেখালেও গুরুসদয় দত্তর অবদান কখনোই ভোলার নয়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর