‘টেনিস’ শব্দটি ‘টিন-ইজ’ শব্দ থেকে আগত। ১৩৫৮ থেকে ১৩৬০ খ্রিস্টাব্দের মধ্যে এই খেলা ইংল্যান্ডের প্রথম প্রচলিত হয়। ক্রমশে ইংল্যান্ডের জনসাধারণের মধ্যে ‘টেনিস’ নাম ধারণ করে দ্রুত ছড়িয়ে পড়ে। অল ইংল্যান্ড ক্রিকেট ক্লাব খেলাটির নাম ‘লন টেনিস’ উইম্বলডনে খেলাটির প্রচলন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার ১৮৭৪ খ্রিস্টাব্দে এই খেলা প্রচলিত হওয়ার কথা জানা যায়। এই খেলা প্রচলিত হওয়ার কথা জানা যায়।
ভূমিকা
১৯২০ খ্রিস্টাব্দে ২১ মার্চ লাহোরের একটি সভায় ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশনের সূত্রপাত ঘটে। ১৯৩৩ খ্রিস্টাব্দে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। ১৯ টি ক্লাব খুব স্বল্প সময়ের মধ্যে এই অ্যাসোসিয়েশনের সভ্য পদ লাভ করে এবং ১৯৪৫ খ্রিস্টাব্দের মধ্যে ৬১টি ক্লাব এই রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের সদস্য হন। ১৯২৩ খ্রিস্টাব্দ থেকে ক্যালকাটা চ্যাম্পিয়নশিপ নামে প্রথম প্রতিযোগিতার এখানে সূচনা হয়। টেনিস খেলার একাধিক প্রতিযোগিতার মধ্যে ‘অল ইন্ডিয়ান লন টেনিস চ্যাম্পিয়নশিপ’, ‘ডেভিস কাপ’, ‘হুইটম্যান কাপ’ প্রভৃতি উল্লেখনীয়। ১৯০০ খ্রিস্টাব্দে থেকে শুরু হয় ডেভিস কাপের খেলা আর ১৯২৩ খ্রিস্টাব্দে থেকে শুরু হয় হুইটম্যান কাপ প্রতিযোগিতা।
লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, রোহন বোপান্না, বিষ্ণু বর্ধন প্রমুখ ভারতীয় ব্যক্তিত্ব ভারতের টেনিস খেলাকে জনপ্রিয় করেন। বাংলার বিখ্যাত টেনিস তারকাদের মধ্যে রয়েছে জয়দীপ মুখোপাধ্যায়, লিয়েন্ডার পেজ প্রমুখ। লিয়েন্ডার পেজ ১৪ টি গ্র্যান্ডস্লাম জয়ী। এছাড়াও পেয়েছেন অলিম্পিক পদক এবং একই সঙ্গে ৫৩ টি এটিপি খেতা অধিকারীও তিনি।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর