বস্তুগত বা বাহিক্য নির্ধারক কি ও তার বৈশিষ্ট্য

যখন কোন বস্তুর কোন বৈশিষ্ট্যের জন্য আমরা মনোযোগ দিই তখন সেগুলোকে বলা হয় বস্তুগত নির্ধারক।

এবং বস্তুগত নির্ভা গুলির বৈশিষ্ট্য গুলি নিম্নে আলোচনা করা হইল।

১ তীব্রতা

উদ্দীপকের মধ্যে যেটি সবচেয়ে বেশি তীব্র, সেটির প্রতি সহজেই আমরা মনোযোগী হই। যেমন – জ্বলন্ত অগ্নিপিণ্ড, তীব্র গন্ধ, প্রভৃতির দিকে আমাদের মনোযোগ সহজে ধাবিত হয়।

২ আকার

সাধারণত ছোট বস্তুর চেয়ে বড় বস্তু সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। যেমন – বাস ও ট্রেনের মধ্যে ট্রেনটি সহজেই আমাদের মনোযোগ আগ্রহ করে।

৩ পুনরাবৃত্তি

পুনরাবৃত্তি মনযোগরে একটি অন্যতম শর্ত বা নির্ধারক। কোন একটি উদ্দীপকের বারবার পুনরাবৃত্তি ঘটলে আমাদের মনোযোগ সেই দিকে চালিত হয়। শিক্ষক মহাশয় যখন কোন একটি বিষয় বারবার ব্যাখ্যা করেন তখন শিক্ষার্থীদের মনোযোগ সেই বিষয়ে ধাবিত হয়।

৪ পরিবর্তনশীলতা

উদ্দীপকের মধ্যে কোনো আকস্মিত পরিবর্তন হলে আমাদের মনোযোগ সেই দিকে চলে যায়। নিষিদ্ধ পরিবেশ হঠাৎ কেউ রেগে উঠলে আমরা তার প্রতি মনোযোগী হই।

৫ গোপনীয়তা

গোপন বিষয়ের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। , কেউ যদি কোন খবর গোপন করে তখন তার প্রতি আমরা মনোযোগী হই।

৬ নতুন বিষয়

আরেকটি অন্যতম নির্ধারক হলো নতুন বিষয় আয়ত্ত করা। নতুন কোন বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে। যেমন – নতুন পোশাক, নতুন বই, নতুন দেশ আমাদের আকৃষ্ট করে।

৭ গতিশীলতা

স্থির বস্তুর তুলনায় সচল বস্তুর সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে। সকলে ই হাঁটছে কিন্তু হঠাৎ একজন দৌড়াতে শুরু করল, তখন আমাদের মনোযোগ সেই দিকে চলে যাবে।

৮ স্পষ্টতা

অপুষ্ট বস্তু সাপেক্ষে স্পষ্ট বস্তুর প্রতি আমরা বেশি হই। শিক্ষার্থীদের খাতা দেখতে গিয়ে ভালো হাতের লেখা শিক্ষকের মনোযোগ কেড়ে নেয়।

৯ বিচ্ছিন্নতা

যখন কোনো একটি বস্তু অন্য একটি বস্তু থেকে আলাদা করা হয় তখন সেটির প্রতি আমাদের মনোযোগ হয়। অর্থাৎ, কোন বিচ্ছিন্ন বস্তু আমাদের মনোযোগী করে।

১০ বৈসাদৃশ্য

বৈসাদৃশ্য মনোযোগের একটি অন্যতম নির্ধারক। ফর্সা লোকের পাশে খুব কালো লোক, লম্বা লোকের পাশে বেটে লোককে দেখলে সহজেই আমাদের মনোযোগ সেই দিকে যায়।

১১ স্থায়িত্ব

মনোযোগের গুরুত্বপূর্ণ নির্ধারক হলো উদ্দীপকের স্থায়িত্ব। উদ্দীপকের স্থায়িত্বের ওপর আমাদের মনোযোগ নির্ভর করে। আমাদের যদি কেউ বারবার ডাকতে থাকে তখন তার প্রতি আমরা মনোযোগ দিই।

১২ অবস্থিতি

কোন বস্তুর বিশেষ অবস্থান আমাদের মনোযোগ আকর্ষণ করে। সংবাদপত্রের ভেতরের পাতাগুলো থেকে আমরা প্রথম পাতার উপরে বেশি মনোযোগ দিয়ে থাকি।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment