প্রাচীন অনুবর্তনের শর্তাবলী, নীতি ও গুরুত্ব?

প্রাচীন অনুবর্তনের শর্তাবলী, নীতি ও গুরুত্ব সম্পর্কে আমরা নিচে পয়েন্ট আকারে আলোচনা করলাম।

স্বাভাবিক উদ্দীপকের পূর্বে অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন:- যে উদ্দীপকটি অনুবর্তিত হবে তাকে স্বাভাবিক উদ্দীপকের পূর্বে উপস্থাপন করতে হবে। অর্থাৎ, খাদ্য বস্তু উপস্থাপন করার পূর্বে ঘন্টা শব্দ করতে হবে।

অনুবর্তিত উদ্দীপক অধিক শক্তিশালী:- স্বাভাবিক উদ্দীপকে উদ্দীপকের চেয়ে বেশি শক্তিশালী হতে হবে। কুকুরের লালা ক্ষরণের ক্ষেত্রে খাদ্যবস্তু ঘন্টাধ্বনি থেকে অনেক বেশি শক্তিশালী উদ্দীপক।

উদ্দীপক দুটি একই ক্রমে উপস্থাপন:- অনুবর্তিত উদ্দীপক এবং স্বাভাবিক উদ্দীপক কয়েকদিন একই সঙ্গে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে সময়ের ব্যবধান রাখা চলবে না।

পুনরাবৃত্তি:- উদ্দীপকের পুনরাবৃত্তি অনুবর্তনের একটি গুরুত্বপূর্ণ আবশ্যিক শর্ত। যতক্ষণ পর্যন্ত না উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বারবার উদ্দীপক দুটিকে একইক্রমে উপস্থাপন করতে হবে।

পূর্ণসংযোজন:- অনুবর্তিত প্রক্রিয়ার শক্তি বজায় রাখার জন্য মাঝে মাঝে পূর্বের মতো দুটি উদ্দীপকের পুনরাবৃত্তি একান্ত প্রয়োজন।

প্রাচীন অনুবর্তন নীতি

প্রাচীন অনুবর্তনের কয়েকটি নীতি হলো-

সংযোগাত্মক অনুবর্তন:- কোন বিশেষ উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাঝে কৃত্রিম সংযোগ স্থাপিত হওয়ার ফলে, যে অনুবর্তন ঘটে তাকে সংযোগাত্মক অনুবর্তন বলে।

বিয়োগাত্মক অনুবর্তন:- যখন বারবার পুনরাবৃত্তিতে বিরূপ ফলাফ করলে প্রাণী উদ্দীপকে উপেক্ষা করতে থাকে। এইভাবে প্রতিক্রিয়া বর্জন করার প্রক্রিয়াকে বিয়োগাত্মক অনুবর্তন বলে।

অপানুবর্তন:- পরীক্ষার থেকে দেখা গেছে সংযোগাত্মক ও বিয়োগাত্মক এই দুই ধরনের অনুবর্তনই চিরস্থায়ী হয় না। বারবার ঘন্টাধ্বনি করার পর খাবার যদি না দেওয়া হয় তাহলে কয়েকদিন পর কুকুরের আর লালা ক্ষরণ হয় না। এইভাবে অনুবর্তনের হাস পাওয়াকে অপানুবর্তন বলে।

পূর্ণ সংযোজন:- অনুবর্তন কে সক্রিয় করে রাখতে হলে মাঝে মাঝে পূর্ব পরীক্ষামতে তা পুনরাবৃত্তি করতে হবে, একে পূর্ণ সংযোজন বলে।

শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব

যেকোনো প্রাণী থেকে শুরু করে মানব শিশুর শিখন এর ব্যাবধনের প্রাচীন অনুবর্তন শিখন কৌশলের উপযোগিতা বিশেষভাবে লক্ষ্য করা যায় তা হল-

শিশুর ভাষা বিকাশ:- শিশুর কথা বলা এবং ভাষার বিকাশে এই কৌশলের যথেষ্ট উপযোগিতা লক্ষ্য করা যায়। শিশুকে ভাষা শেখানোর সময় যখন কোন বয়স্ক ব্যাক্তি তার কাছে অর্থবোধক শব্দ ব্যবহার বা বারবার উচ্চারণ করে তখন তারা তার অনুসরণ করে। এর ফলে তাদের মধ্যে ভাষার বিকাশ ঘটে।

সু অভ্যাস গঠন:- শিশুর মধ্যে সু অভ্যাস গঠনে এই শিখন কৌশল বিশেষভাবে সাহায্য করে। যেমন – পরিষ্কার পরিচ্ছন্নতা, সকাল সন্ধ্যা পড়ার অভ্যাস ইত্যাদি।

কু অভ্যাস দূর:- শিশুর মধ্যে যে সকল কু অভ্যাস তৈরি হয়েছে সেগুলো দূরীকরণে এই শিখর কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রাক্ষোভিক বিকাশ:- প্রাচীন অনুবর্তনের শিখন কৌশল শিশু মতে প্রাক্ষোভিক বিকাশে সাহায্য করে। অর্থাৎ, শিক্ষার মধ্যে অহেতুক ভয় দূরীকরণ করে তাদের স্বাভাবিক শিক্ষামূলক অগ্রগতিতে সাহায্য করে।

যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক শিখন:- বানান, নামতা, বার গণনা, মাস গণনা ইত্যাদির মধ্যে যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক শিখনের ক্ষেত্রে এই শিখন কৌশল প্রয়োগ করা যায়।

ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন:- কোন বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে শিক্ষক এই শিখন কৌশল প্রয়োগ করতে পারেন।

মানসিক চিকিৎসা:- মানসিক চিকিৎসার ক্ষেত্রে এই শিখন কৌশলে বিশেষভাবে প্রয়োগ করা যায়।

আগ্রহ সৃষ্টি:- এই শিখন কৌশলের সাহায্যে শিক্ষার্থীর নিকট শিখনীয় বিষয়ে বারবার উপস্থাপনের মাধ্যমে তার মধ্যে আগ্রহ সৃষ্টি করা যায়।

আধুনিক বিভিন্ন মনবিদ এই অনুবর্তন এর শিখন এর ব্যাখ্যা মেনে নিলেও একে মানুষের শিখনের পরিপূর্ণ ব্যাখ্যা হিসেবে মেনে নেননি। তাদের মতে এই শিখন কৌশলের দ্বারা কেবলমাত্র কিছু যান্ত্রিক অভ্যাস আয়ত্ত করা যায়। কিন্তু দীর্ঘদিন জীবনে মানুষ এমন অনেক অভিজ্ঞতা অর্জন করে যেখানে পুনরাবৃত্তির প্রয়োজন হয় না। একবার দেখেই তা শেখা যায় । তবে ইতর প্রাণী এবং শিশুদের শিখনের ক্ষেত্রে শিখন কৌশলের পরীক্ষাটি আজও তাৎপর্যপূর্ণ।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

প্রাচীন অনুবর্তন বলছে আমরা কি বুঝি?

প্যাভলবের প্রাচীন অনুবর্তন পরিবর্তন কৌশল ও তার পরীক্ষা

প্রাচীন অনুবর্তনের শর্তাবলী, নীতি ও গুরুত্ব?

অপারেট অনুবর্তন কি ও তার স্কিনার বক্সের পরীক্ষা

শিক্ষা ক্ষেত্রে অপারেন্ট অনুবর্তন এর বৈশিষ্ট্য ও গুরুত্ব এবং পার্থক্য

প্রচেষ্টা ও ভুলের পরীক্ষা শিখন কৌশল থনডাইকের ভূমিকা

প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের শিক্ষাগত বৈশিষ্ট্য ও গুরুত্ব

গৌণ সূত্রাবলী কি এবং তাদের বৈশিষ্ট্য

অন্তদৃষ্টি মূলক শিখন কৌশলে শিম্পাঞ্জলির পরীক্ষা ও সিদ্ধান্ত

অন্তদৃষ্টি মূলক শিখন এ শিক্ষার গুরুত্ব এবং পার্থক্য সমূহ

Leave a Comment