প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ সিল্ক জয়ী মোহনবাগান ক্লাবের ইতিহাস আলোচনা করো?

১৮৮০ রং দশকে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। এই সময় ভারতীয় জাতীয়তাবাদের বিদ্রোহের ভারতীয়দের কল্পনা শক্তিকে জাগরিত করে তুলেছিল। এ আন্দোলনকে সাহায্য করার জন্য উত্তর কলকাতা মোহনবাগান অঞ্চলের মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু ১৮৮৯ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করে।

কৃতিত্ব গাথা

অধ্যাপক এবং. জে. রো নাম রাখেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ১৮৯৩ খ্রিস্টাব্দে ক্লাব কোচবিহার কাপে অংশগ্রহণ করেন। এটাই ছিল ক্লাবের প্রথম টুর্নামেন্ট। ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ইস্ট-ইয়ার্কশায়ার রেজিমেন্টকে ২-১ গলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসাবে আই.এফ.এ শিল্ড জয় করেন। উল্লেখ্য, এই খেলায় মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে খেলেছিল। অন্যদিকে ইস্ট ইয়ার্কশায়ার রেজিমেন্টের ফুডবলারদের যথোপযুক্ত পোশাক ছিল। মোহনবাগানের এই জয়টি ভারতের ইতিহাসে ঐতিহাসিক ঘটনা। কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় এই জয় উপলক্ষে ‘মানসী’ পত্রিকায় লেখেন : “জেগেছে আজ দেশের ছেলে পথে লোকের ভিড়/অন্তঃপুর ফুটল হাসি বঙ্গ রূপসী/গোল দিয়েছে গোড়ার গোলে বাঙালির আর জিত/আকাশ ছুঁয়ে উঠেছে উধাও উন্মাদনার গীত/আজকের এই বিজয়বাণী ভুলবে নাকো দেশ,/সাবাস সাবাস মোহনবাগান! খেলছে ভাই বেজ।”

১৯৯১ খ্রিস্টাব্দে ১৫ মে মোহনবাগান প্রথম কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশনে খেলে ক্যালকাটা ক্লাবের বিরুদ্ধে, এই লীগ ভারতের প্রথম ফুটবল লিগ। ১৯৩৭ খ্রিস্টাব্দে মোহনবাগান ইংল্যান্ডের ইংলিশটন করইন্থইয়আনসএর বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। ১৯৩৯ খ্রিস্টাব্দে মোহনবাগান দীর্ঘ 25 বছর অপেক্ষার পর প্রথম ভারতীয় কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হন।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment