“পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” – ‘বিভাব’ নাটকে প্রেমের অভিনয় কে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ লক্ষ্য করা যায়, তা সংক্ষেপে বিবৃত করো?

নাট্যকার শম্ভু চরিত্রের মাধ্যমে নাটকে উপস্থিত হয়ে এবং হাসির খোরাক সংগ্রহ করে, নাট্য উপস্থাপনার মাধ্যমে লোককে হাসাতে চেয়েছেন। কিন্তু হাসি অত সহজ বস্তু নয়। মানুষ অকারণে হাসতে পারে না। তাই যাকে বলে ‘হিউম্যান ইন্টারেস্ট’ বা ‘পপুলার অ্যাপিল’ তা আনা দরকার হলে মত পোষণ করেন অমর। তখন প্রশ্ন ওঠে-পৃথিবীর সবচেয়ে পপুলার সবচেয়ে ইন্টারেস্ট এর জিনিস কি? উত্তর এটাই- প্রেম। অতএব প্রেমের অভিনয় করা দরকার। অর্থাৎ ‘লভ সিন’ ।

ঘটনা প্রবাহ

নাটকের এই স্থানে এসে লভ চীনের সবচেয়ে প্রয়োজনীয় শর্ত নায়ক নায়িকা দরকার হয়। ঠিক হয় শম্ভু নায়ক এবং বৌদি নায়িকা। ঘটনাকে রাস্তা ধরে নিয়ে লভ সিনে নায়িকার কলেজে ফেরত পথে নায়ক কর্তৃক ধাক্কার প্রসঙ্গ আসে। দেখা যায় নায়েকের এই ধাক্কা বৌদিকে তাতিয়ে দেয়। বৌদি – “কেয়া আপ দেখতে নেহি- চোখ খুলে চলতে জানেন না?- আপনি-আপনি-” বলতে বলতেই শম্ভুর গালে এক চড়। শম্ভু কোনমতে বলেন- “ইয়ে দেখিয়ে বাতয়‌ এসিসি হুয়ি- মানে ব্যাপারটা হল- মানে আপনাকে দেখতে আমি-মানে-” বলা বাহুল্য এ প্রেম কেমন জমে ওঠে না।

অমর প্রেমের দৃশ্যটি সম্পর্কে বলতে গিয়ে বৌদি বলেন – “এটা অন্যরকম লভ সিন ; প্রগ্রেসিভ লভ সিন।” শম্ভু কাঙ্ক্ষিত underground political leader’ না হলে সেখানে গল্প ‘progressive’ হবে না। তাকে পালাতে উৎসাহ দেন ব‌উদি। একসময় নাট্য ঘন মুহূর্তে শম্ভু কে কল্পিত জানালার টপকে পালাতে হয়। সম্ভুর জন্য বৌদির চোখে জল আসার ভঙ্গি আরোপিত হয়। প্রেম যেন কথা বলতে চায়, কিন্তু জমে না। অবশেষে বৌদি রাগ করে মঞ্চ ছেড়ে চলে যান।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment