নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় ‘নানা রঙের দিন’ নাটককে ঔরঙ্গজেব চরিত্রটির প্রসঙ্গ এনে তার কোন মানসিকতার পরিচয় তুলে ধরেছেন তা লেখো?

চরিত্রটির প্রসঙ্গ

প্রসিদ্ধ নাট্যাভিনেতা-নির্দেশন অজিতেশ বন্দ্যোপাধ্যায় রুশ সাহিত্যিক অন্তন চেকভের ‘সোয়ান সং’ নাটকটির অনুসরণে বাংলায় রচনা করে পাঠ্য ‘নানা রঙের দিন’ নাটকটি। এই একাঙ্ক নাটকটিতে নাট্য খানিরা প্রয়োজনে তিনি ঔরঙ্গজেব চরিত্রটির প্রসঙ্গ এনেছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘শাহজাহান’ নাটকের ‘ঔরঙ্গজেব’ চরিত্রটি সংলাপসহ তিনি এই নাটকের ব্যবহার করেছেন। নাটকের প্রধান চরিত্র ও জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত, যৌবনে ওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করে সুখ্যাতি পেয়েছিলেন। আলোচনাটকে এক রাত্রিতে অতীত স্মৃতিচারণায় তিনি ঔরঙ্গজেবের চরিত্রটি স্মরণ করে কিছু সংলাপ বলেছেন।

মানসিকতা

ঔরঙ্গজেব প্রথমবার পুত্র মহম্মদের সঙ্গে কথোপকথনরত এবং দ্বিতীয়বারের আত্মমগ্ন। ‘শাজাহান’ ঐতিহাসিক নাটক হলে ঐতিহাস অতিক্রম করে স্রষ্টা ‘ঔরঙ্গজেব’ চরিত্রটিকে মানবিক উৎপাদনে সমৃদ্ধ করেছেন। কৃতকর্মের ভুল ভ্রান্তি উপলব্ধি করে যে মানুষ আত্মগ্লানিতে দগ্ধ হয় সেই প্রকৃত মানুষ। ঔরঙ্গজেব চরিত্রের এই অভিনব ব্যাখ্যায় দ্বিজেন্দ্রলাল করেছিলেন যা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর রচনাটি ও প্রকাশিত। কোন এক রাতে একা বসে থাকতে থাকতে আত্মদৃপ্ত ওরঙ্গজেব ধর্মের নামে করা অন্যায় অবিচার অনুতাপ অনুভব করেন। জঘন্য কর্মের কারণে ভ্রাতৃহন্তা ঔরঙ্গজেবের মন অনুতপ্ত, হাহাকারময়, তিনি নিজেকে কাজের সুবিচার প্রার্থী। অশান্ত মনে তন্দ্রা এলেও নিদ্রা আসেনা, চারপাশের স্তব্ধ, অন্ধকারচ্ছন্ন মনে হয়। কিরে খেতে পান সুজার রক্তাক্ত দেহ, দারার ছিন্নমুন্ড, মোরাদের কবন্ধ দেহ। ইতিহাসের নিষ্ঠুর, পৈশাচিক শাসক ওরঙ্গজেবের এই তীব্র অন্তর্দ্বন্দ্ব, গ্লানি, অনুশোচনা, অন্তর্জ্বালাময় মানসিকতা এখানে প্রকাশ পেয়েছে।

রজনীকান্তের সঙ্গে তুলনা

ঔরঙ্গজেবের এক রাতে হঠাৎ পাওয়া আত্মসন্ধানের সঙ্গে মিশে গিয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের রজনী নিজেকে খোঁজার আপ্রাণ প্রচেষ্টা। রজনী ও অতীতে করা ভুল ত্রুটির কারণে অনুশোচনা-গ্লানিতে কাতর হয়ে উঠেছে। নিজের সঙ্গে লড়াই করে পৌঢ় রজনীকান্ত ক্রমশ এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। তার চারপাশে অন্ধকার, তারই মাঝে অঙ্গারের লেখা তার প্রতিভার অপমৃত্যুর কাহিনী, জীবনের শেষ কথা গুলি। এই গ্লানি ও একাকীত্বই উঠে এসেছে ঔরঙ্গজেবের প্রসঙ্গে।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment