যা বুঝবে না
মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে সতীশবাবু একটি অপ্রধান চরিত্র, সে ছিল উচ্ছব নাইয়ার মনিব। জমিহীন কৃষক উচ্ছব সতীশ বাবুর জমিতে বছরে কয়েক মাসের জন্য কাজ করত। সর্বগ্রাসী বন্যায় স্ত্রী ছেলে মেয়েকে হারানোর পর উচ্ছব প্রবৃত্তির তাড়না ভুলে উন্মাদের মতো তাদের খুঁজছিল। কিন্তু শোকের অভিঘাত কমলে খিদের জ্বালায় উচ্ছব কোথাও ভাতের হদিস না পেয়ে শেষমেষ সতীশ বাবুর দ্বারস্থ হয়েছিল। কিন্তু সতীশবাবু তাকে ভাত না দিয়ে, বিদ্রুপ করে বলেছিল যে, স্ত্রী ছেলে মেয়ের শোক ভুলে উচ্ছব ভাতের জন্য হন্যে হয়ে ঘুরেছে। উচ্ছব ভেবেছিল সতীশ বাবুর মতো সম্পূর্ণ মানুষের পক্ষে হতদরিদ্রদের অবস্থা বোঝা অসম্ভব।
সতীশবাবুর আচরন
সতীশ বাবু জমির মালিক, ধনী ব্যক্তি। তার তিন রকম ধানের জমিতে মুখর লেগে সাবধান নষ্ট হয়ে গেলে ও বিশেষ কোনো ক্ষতি হয় না; আবার বন্যায় সারা গ্রাম না খেয়ে থাকলেও তার বাড়িতে ভাত রান্না বন্ধ হয়নি। তার পাকা বাড়ি, পাকা ধানের গোলা বন্যায় ভাঙ্গেনি। এত প্রাচুর্যের সত্ত্বেও তার মানবিকতা বোধ বড়ই সংকীর্ণ। স্ত্রী সন্তানদের হারিয়ে পাগলাপারা উচ্ছব শোকের আচ্ছন্নতা কাটিয়ে নিজের বেঁচে থাকার জন্য ভাতের খোঁজে হন্যএ হয়ে বেড়ালে তার ভাগ্য হীনতাকে বিদ্রুপ করতে ছাড়ে না সতীশ বাবু। উচ্ছব তার কাছে ভাত চাইলে সে ভগবানে দোহাই দিয়ে তা দিতে অস্বীকার করে। তার ভয় ছিল উচ্ছবকে একা খেতে দিলে আরো না খাওয়া হাভাতের দল তার বাড়িতে এসে জুটবে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?