“তিন বারের বার চুড়োই পৌঁছেই মর্দানা ওঁর পায়ে লুটিয়ে পড়ে।” -‘ওঁর’ বলতে কাকে নির্দেশন করা হয়েছে? তিন বার কি কি ঘটনা ঘটেছিল?

বলী কান্ধারি কথা

কর্তার সিং দুগ্গাল রচিত ‘অলৌকিক’ নামক ছোট গল্পটি থেকে প্রশ্ন প্রদত্ত অংশটি নেয়া হয়েছে। ‘ওঁর’ বলতে বলী কান্ধারি কথা বলা হয়েছে।

ঘটনা সমূহ

প্রবল তৃষ্ণা ও পথ শ্রমে কাতর মর্দানা নানকের কথায় জানতে পারে যে, হাসান আব্দালের জঙ্গলের রুক্ষ পরিবেশে পাহাড়ের চূড়ায় কুঠির বেঁধে বাস করলেন বলী কান্ধারি নামে এক দরবেশ এবং তার নিজস্ব কুয়োতেই কেবল পানীয় জল মিলতে পারে। তা শুনে প্রথমবার অতি কষ্টে রোদের তেজ সহ্য করে পাহাড়ের উঠে মর্দানা যখন বলি কে সেলাম জানিয়ে জল পার্থনা করে, তখন বলি কুয়ো থেকে জল পানের অনুমতি দিলেও মর্দানাকে গুরু নানকের অনুচর বলে জানা মাত্রই তাড়িয়ে দেন।

এরপর গুরু নানকের নির্দেশে দ্বিতীয়বার যখন বলির কাছে মর্দান আসে তখন বলি তাকে ‘কাফেরের শিষ্য’ বলে ধিকৃত করে দূর করে দেন। জল না পেয়ে মর্দানার অবস্থা তখন মৃত্য প্রায়। তখন গুরু নানক তাকে ‘জয় নিরঙ্কার’ বলে আবার বলির কাছে যেতে বলেন। গুরু নির্দেশের তৃতীয়বার মর্দানা পাহাড়ে চূড়ায় উঠে অবসন্ন অবস্থায় জলের জন্য আকুল হয়ে বলির পায়ে লুটিয়ে পড়ে, কিন্তু তাতেও কোন ফল হয় না।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment