আইজেনস্টাইন সাহেব
শম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটকের উল্লেখিত আইজেনস্টাইন সাহেব হলেন রুশদেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক ও চিত্র তাত্ত্বিক সের্গেই মিখাইলোভিচ আইজেনস্টাইন।
উচ্ছ্বসিত হয়েছিলেন
রাশিয়ার রাজধানী মস্কোতে একবার ‘কাবুকি’ থিয়েটার বলে এক জাপানি থিয়েটার গিয়েছিল। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন উচ্চশিত হয়েছিলেন।
ঘটনার বিবরণ
জাপানি কাবুকি থিয়েটার কুশীলবদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অনেক কথা লিখেছিলেন। তাদের নাটকের ভঙ্গির বহুল ব্যবহার আছে। কোন ‘নাইট’ রেগে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন-এমন দৃশ্যমঞ্চে যারা দুর্গ তার ধরে দাঁড়িয়ে আছে, তারা আসলে শিফটার। নাইট একটু এগোলেন আর শিফটাররা বড় দরজা রেখে ছোট দরজা ধরে দাঁড়াল। এইভাবে নাইট যখন ফুট লাইটের কাছে এসে গেলেন, তখন শিফটররা আরো ছোট দরজা ধরে দাড়াল। এবার বড় থেকে ক্রমশ ছোট উপকরণ ব্যবহার করে ‘Perspective’ তৈরি করা হলো। এছাড়া যুদ্ধের দৃশ্যে কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তরবারি বের করে তুমুল যুদ্ধের ভঙ্গি করা এবং কোন উপকরণের সাহায্যে ছাড়াই মৃত্যু দৃশ্য ও রচনা করা ‘কাবুকি’ থিয়েটার দেখিয়েছেন। কেবল ভঙ্গি সর্বস্ব অভিনয়ের মাধ্যমে নাটকের দৃশ্য কিভাবে বাস্তবসম্মত, বিশ্বাসযোগ্য এবং শিল্পসম্মত করে তোলা সম্ভব, আইজেনস্টাইন সাহেব সে কথা লিখেছেন।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর