চেকোশ্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠার বিবরণ দাও?

চেকোশ্লোভাকিয়ায় সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা

সূচনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ চেকোশ্লোভাকিয়ায় গণতান্ত্রিক ঐতিহ্য বাজাই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক পরেই চেকোশ্লোভাকিয়ায় সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেও অচিরেই সেই সম্পর্কে ফাটল ধরে। চেকোশ্লোভাকিয়ার জাতীয়তাবাদী নেতার আলেকজান্ডার ডুকচেক এ নেতৃত্বে রাজনৈতিক গণতান্ত্রিকরণের উদ্যোগ নিলে সেখানকার সমাজতান্ত্রিক অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া ওয়ারশ চুক্তি জোটের বাহিনীকে চেকোশ্লোভাকিয়াতে পাঠায়। এতে দুই দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে মন মালীনের দেখা দেয়।

১. সরকার গঠনের মাধ্যমে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর চেকোশ্লোভাকিয়া জার্মানির বন্ধন থেকে মুক্ত হয়। কমিউনিস্ট নেতা ক্লিমেন্ট গোট‌ওয়াল্ড প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ১৯৪৬ খ্রিস্টাব্দে আয়োজিত সাধারণ নির্বাচন কমিউনিস্ট দল সর্বোচ্চ ভোট পায়। এদিকে প্রবাসী চেক রাষ্ট্রপতি এডওয়ার্ড ড্যানিশ লন্ডন থেকে স্বদেশে ফিরে পুনরায় চেক প্রেসিডেন্ট পথ গ্রহণ করে। রাশিয়ার চাপে বেনেস চেকোশ্লোভাকিয়া রুথেনিয়া প্রদৃষ্টি সোভিয়েতকে ছেড়ে দিতে বাধ্য হন। কমিউনিস্ট নেতা ভ্যাকলাভ নোসেক ছিলেন ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।

২. অ কমিউনিস্ট উৎখ্যাত সুবাদে

১৯৪৭ খ্রিস্টাব্দে জুলাই মাসে বেনেস এর চেক সরকার আমেরিকার মার্শাল পরিকল্পনা শর্তাবলী মেনে নিলে রাশিয়া শঙ্কিত হয়ে পড়ে। যে আশঙ্কা করে এর ফলে চেকোশ্লোভাকিয়ায় সাম্যবাদ বিরোধী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তখন সারা পূর্ব ইউরোপে সোভিয়েত কর্তৃত্ব বিপন্ন হয়ে পড়বে। তাই স্টালিনের নির্দেশে সেখানে শুরু হয় অ কমিউনিস্টদের উৎখাত ও নিধন।

৩. অভ্যন্তরীণ দ্বন্দ্বের সূত্রের

স্টালিন এর পরামর্শ মেনে প্রধানমন্ত্রী গোটা ওয়ার্ল্ড বিরোধী দেশগুলিকে নিশ্চিহ্ন করার কাজ শুরু করেন। ১৯৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের স্বরাষ্ট্র মন্ত্রী ভ্যাকলাভ নোসেক পরাগের আটজন পুলিশ অফিসার কে দরখাস্ত করে তাদের জায়গায় 8 জন সাম্যবাদী মনোভাবপন্ন ব্যক্তিকে নিয়োগ করেন। সরকার অধিকাংশ মন্ত্রী এর তীব্র প্রতিবাদ করেন এবং ওই সমস্ত অফিসার কে পূর্ণ নিয়োগের দাবি জানান। প্রধানমন্ত্রী গোটা ওয়ার্ল্ড কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করেন। ফলে যুক্তফ্রন্ট সরকার থেকে অ কমিউনিস্ট অনেক মন্ত্রী পদত্যাগ পত্র পেশ করেন। এর ফলে সে দেশে কমিউনিস্ট ও অ কমিউনিস্টদের মধ্যে প্রবল দ্বন্দ্ব দেখা দেয়।

৪. বেনেসের পদত্যাগের সূত্রে

প্রেসিডেন্ট বেনেস অ কমিউনিস্ট মন্ত্রীদের পদত্যাগ পত্র গ্রহণে বাধ্য হলে চেকোশ্লোভাকিয়ায় কমিউনিস্ট সংখ্যাগরিষ্ঠ এক মন্ত্রী সভা গঠিত হয়। ১৪৮ খ্রিস্টাব্দে ১০ মার্চ উদারপন্থি গণতান্ত্রিক নেতা এবং সরকারের বিদেশমন্ত্রী জ্যআঁ মাসাযরিক-এর সন্দেহজনকভাবে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট সৃষ্টি হলে প্রেসিডেন্ট বেনেস পদত্যাগ করতে বাধ্য হন জুন মাসে ১৯৪৮ খ্রিস্টাব্দে।

৫. সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা

প্রধানমন্ত্রী গোটা ওয়ার্ল্ড চেকোশ্লোভাকিয়ার নতুন প্রেসিডেন্ট হন ১৯৪৮ খ্রিস্টাব্দে। ফলে দেশে কমিউনিস্ট প্রভাব প্রবল ভাবে বৃদ্ধি পায়। সমস্ত অ কমিউনিস্ট দল ভেঙে দেওয়া হয়। পার্টি তখন থেকে চেকোশ্লোভাকিয়ায় একচ্ছত্র হয়ে ওঠে। চেকোশ্লোভাকিয়ায় প্রতিষ্ঠিত হয় সোভিয়েত কর্তৃত্ব।

হাঙ্গেরিতে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা

সূচনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে রাশিয়ার প্রত্যক্ষ মততে হাঙ্গেরিতে এক অস্থায়ী জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। একাধিক ঘটনায় ঘাট প্রতি ঘাটের শেষে হাঙ্গেরিতে সোভিয়েত পন্থী সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে। সোভিয়েত অনুকরণে গঠিত হয় বামপন্থী হাঙ্গেরিয়ো গণপ্রজাতন্ত্র।

« রুশো ধাঁচে হাঙ্গেরিতে প্রজাতন্ত্র গঠন প্রক্রিয়া

১. সরকারি ক্ষমতা লাভের মধ্যে দিয়ে

১৯৪৬ খ্রিস্টাব্দে জানুয়ারি তে হাঙ্গেরিতে এক সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্মল ল্যান্ড হোল্ডার্স দল এবং সমাজতন্ত্রী দল মিলিতভাবে ৫৬ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে। বিশ্বযুদ্ধের হাঙ্গেরিতে এই প্রথম সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে রাজতন্ত্রের অবসান ঘটে ও যুক্তফ্রন্টের শাসন শুরু হয়। কমিউনিস্ট দলের স্টালিন পন্থী রাকোসি সরকারি প্রধানমন্ত্রীর পদ, আর স্টালিন বিরোধী ইমরে নেগি লাভ করেন স্বরাষ্ট্র দপ্তরের কার্যভার।

২. বিরোধীদের দমনের মাধ্যমে

কমিউনিস্ট পার্টি স্বরাষ্ট্র দপ্তরের অপব্যবহারের দ্বারা বিরোধীদের নিশ্চিহ্ন করে ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। দেশবিরোধী অন্ত আঘাত মূলক কাজের অভিযোগ এনে বিরোধীদলকে কালিমালিপ্ত করা হয়। সমগ্র দেশজুড়ে বিশৃঙ্খলা শুরু হয়।

৩. নতুন সরকার গঠনের মাধ্যমে

অবশেষে ১৯৪৭ খ্রিস্টাব্দের মে মাসে যুক্ত ফ্রন্ট সরকারের পতন ঘটে। নতুন সরকার গঠনের জন্য পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। জালিয়াতি ভরা এই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট। সাম্রাজ্যবাদী গণতান্তন্ত্রী নেতা আর্পাড সাকাসিটস এ নেতৃত্বে গঠিত হয় নবনির্বাচিত সরকার।

৪. সোভিয়েতীকরণ মাধ্যমে

স্টালিনের প্রত্যক্ষ মদতে নবগঠিত এই সরকারের সর্বেসর্বা হয়ে ওঠেন স্টালিন পন্থী রাকোসি। ১৯৪৯ খ্রিস্টাব্দে ২০ আগস্ট হাঙ্গেরিতে সোভিয়েতের অনুকরণ বামপন্থী গণপ্রজাতন্ত্র গঠন করা হয়। ক্রেমলিন নেতৃবৃন্দ হাঙ্গেরি কমিউনিস্ট নেতাদের এটা বোঝাতে সক্ষম হন যে, পশ্চিমে সাম্রাজ্যবাদী আক্রমণের হাতে থেকে রক্ষার জন্য হাঙ্গেরিকে সোভিয়েত অনুকরণের পরিচালনা করা দরকার। এই সূত্র ধরে হাঙ্গেরি রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত মডেলকে অনুসরণের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে কৃষি, শিল্প এমনকি সংস্কৃতি ক্ষেত্রে ও সোভিয়ের নীতি অনুসৃত হয়।

মন্তব্য

স্টালিন এর মৃত্যুর পূর্ব পর্যন্ত ১৯৫৩ খ্রিস্টাব্দে মার্চ মাসে হাঙ্গেরিয়ান সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি সোভিয়েত অনুকরণে হাঙ্গেরিকে সমাজতান্ত্রিক ধাঁচে গঠন করার প্রচেষ্টা চালিয়ে যায়। হাঙ্গেরি সহ পূর্ব ইউরোপের পোল্যান্ড, রোমানিয়া, চেকোশ্লোভাকিয়া, বুলগেরিয়া সর্বোচ্চ একই সোভিয়েতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে সাম্যবাদী রুশো শাসন কায়েম করা হয়। এ প্রসঙ্গে বুলগেরিয়ায় সুবিখ্যাত কমিউনিস্ট নেতা জর্জ দিমিত্রভ বলেন রাশিয়ায় শাসন এবং পূর্ব ইউরোপের পপুলার ডোমক্রেসির শাসন একই মুদ্রার দুই দিক।

উচ্চমাধ্যমিক ইতিহাস বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর

Leave a Comment