কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক করবেন?

আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অবশ্যই আধার কার্ড ও প্যান কার্ড দুটো খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।

এবং আপনি অবশ্যই শুনে থাকবেন যে ভারত সরকারের আদেশ অনুযায়ী এখন প্যান কার্ড লিঙ্ক করানোটা বাধ্যতামূলক।

তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল – আপনি বুঝবেন কি করে আপনার আগে থেকেই প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা।

আধার কার্ড ও প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক সংযোগ রয়েছে কিনা তা চেক করার জন্য আপনাকে ইন্ডিয়ান অফিসিয়াল ওয়েবসাইট Income Tax e-filing portal সাহায্য নিতে হবে।

সুতরাং প্রথমে আপনি  www.incometax.gov.in ওয়েবসাইটটি যেকোনো ওয়েব ব্রাউজার এর ইউআরএল সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। এক কথায় গুগলে এই নামটি লিখে সার্চ করবেন অথবা এই লিংকে ক্লিক করতে পারেন।

তারপর আপনি ভারতীয়  Income Tax ওয়েবসাইট এর e-Filling সাইটটি দেখতে পাবেন এবং সেখানে অনেক রকম অপশন থাকবে।

কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক করবেন?

অতএব ওপরে ছবিতে আপনি যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটি হল- ভারতীয়  Income Tax অফিসিয়াল ওয়েবসাইট।

এবং বাম পাশে হলুদ রঙের যে বক্সের মধ্যে লিঙ্ক আধার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। ওইখানে আপনি একবারে ক্লিক করার পরে আবার একটি নতুন পেজ ওপেন হবে।

তার আগে আপনাদের ছোট করে একটু কথা বলে রাখি, অনেক সময় এই ওয়েবসাইটের সাধারণত সার্ভার ডাউন থাকে।

তাই সবথেকে ভালো হবে আপনি যদি গভীর রাত্রে এই ওয়েবসাইটের সাহায্যে প্যান ও আধার কার্ডের লিংক স্ট্যাটাস চেক করেন তাহলে খুব ভালোভাবেই কাজ হবে।

অতএব নতুন এই পেজটি আপনার সামনে চলে আসবে। এবং আপনি সেখানে প্যান কার্ড ও আধার কার্ড দেওয়ার জন্য একটি বক্স দেখতে পাবেন।

কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক করবেন?

এবং সঠিকভাবে আপনি আপনার আধার কার্ড ও প্যান কার্ডের নাম্বার বসাবেন। এবং অবশেষে ডানদিকের নিচের view link Aadhaar status বক্সটিতে একবার ক্লিক করবেন।

যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্ত থাকে অথবা না ও থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এই পেজ একটি মেসেজ পেয়ে যাবেন।

এবং আপনি যদি আরো ভালো করে ভিডিও আকারের স্টেপ বাই স্টেপ জানতে চান।

Leave a Comment