গারোদের ঘর
‘গারো পাহাড়ের নিচে’ শীর্ষক রচনাংশটিতে গারোদের জীবনযাত্রার পাশাপাশি তাদের ঘরবাড়ি ও সুপষ্ট বিবরণ দিয়েছেন লেখক। গারোর বোন ও জন্তুদের ভয়ে মাটি থেকে উঁচুতে মাচা বেঁধে ঘর তৈরি করে। মাজার উপরে তাদের রান্না ও শোয়ার ব্যবস্থা। এমনকি হাঁস মুরগিও সেখানেই প্রতিপালন হয়। এ কারণে দূর থেকে দেখলে গারদের ঘর চেনা যায়। পাহাড়ি অঞ্চলে ঘর তৈরীর এমনই ব্যবস্থা দেখা যায়।
গারোদের জীবিকা
গারোদের প্রধান জীবিকা চাষবাস। এরা হাল-বদল নিয়ে চাষ বাস করে। দুর্গম অঞ্চলের জন্য চাষবাসে তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে তারা পরিশ্রমী হাওয়ায় অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিকূলতার মোকাবিলা করে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর