কে বাঁচাতে চেয়েছেন
মানিক বন্দ্যোপাধ্যায়ের রাখালের পটভূমিতে লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের শ্রমজীবী মানুষ জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। এই গল্পের নায়ক মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত, একমুঠো খাদ্যের সন্ধানে গ্রাম ছেড়ে শহরে চলে আসা অন্নহীন -অসহায় দুর্গত দুর্গত মানুষদের বাঁচাতে চেয়েছেন।
কেন বাঁচাতে চেয়েছেন
১৯৪২ খ্রিস্টাব্দে আকালের সময় শহরের ফুটপাথ জুড়ে চলেছে মৃত্যুর উৎসব! অফিসে যাওয়ার পথে নির্বিবাদী মৃত্যুঞ্জয়ের হঠাৎ একদিন চোখে পড়ে ফুটপাথে ‘অনাহারের মৃত্যু’। একটা মৃত্যু তার মধ্যে জাগিয়ে দিয়েছে অনন্ত জিজ্ঞাসা। অগণিত মানুষের অনাহারের বিপরীতে নিজের আয়েশ করে বেঁচে থাকার আর কোন অর্থ খুঁজে পায়নি মৃত্যুঞ্জয়। নিজে ভালো থাকার চেয়ে যেকোনো মূল্যে সে মৃত্যুমুখী মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছে। তাই বন্ধু নিখিলকে সে তার মাইনের সমস্ত টাকা দিয়ে দিয়েছে রিলিফ ফান্ডে দিয়ে আসার জন্য। নিখিল কে সে বলেছে -“আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারিনা। এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মা’র এক বেলা ভাত মিলিয়ে দি।”
কিভাবে বাঁচাতে চেয়েছেন
স্বার্থপর হয়ে বেঁচে থাকা যাবতীয় জাগতিক উপাচার-নিমেষে আগ্রহ করে মৃত্যুঞ্জয় বাঁচাতে চেয়েছিল দুর্ভিক্ষের শিকার সকল মানুষকে। তাই শহরে যদি আদি অন্তহীন ফুটপাথ, বিভিন্ন লঙ্গরখানায় ঘুরে অন্নপ্রার্থী মানুষের ভিড়ে মিশে সে বুঝে নিতে চেয়েছিল – “কোথা থেকে কিভাবে কেমন করে সব হলুদ পালট হয়ে গেল” । কিন্তু পারিবারিক শান্তির বাতাবরণ কিংবা অফিসের নিরাপদ চাকরি-এসব কিছু ছেড়ে ও মৃত্যুঞ্জয় বাঁচতে পারেনি কাউকেই।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল ?
অপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল ?
ছোট গল্প হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির কতখানি সার্থক, আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় স্ত্রী তথা টুনুর মা-এর চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’ছোট গল্প অবলম্বনে নিখিল চরিত্রটি পর্যালোচনা করা ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পে লেখকের মানবদরদি মানসিকতা কিভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো ?
“একটু অবজ্ঞার সঙ্গে ভালও বাসে” -কে , কাকে, কেন পছন্দ করত বা ভালোবাসত ?
“এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ?” -কোন অপরাধের কথা বলা হয়েছে ? বক্তা কেন নিজেকে অপরাধী মনে করেছেন?
“দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে” -কোন প্রসঙ্গে বলা হয়েছে? এমন বলার কারণ কি?
“এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” -কে, কেন এবং কিভাবে দেশের লোককে বাঁচাতে চায় ?
‘শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়।’ – ‘ঘুরে ঘুরে’ সে কি দেখে এবং কি উপলব্ধি করে?
“তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।” -কারো অভিজ্ঞতা? এমন বলার কারণ কি