উচ্চমাধ্যমিক শিক্ষার অগ্রগতির পথে যে সকল সমস্যা দেখা যায় তার নিম্নে আলোচনা করা হলো
১ আর্থিক সমস্যা
উচ্চমাধ্যমিক শিক্ষা হলো বহুমুখী শিক্ষার স্তর। এই স্তরের শিক্ষার্থী তার চাহিদা ও প্রবণতা অনুসারে শিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু অর্থের অভাবে সেই ধরনের পরিকাঠামো নেই, তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে আর্থিক সমস্যা।
২ ভরতির সমস্যা
মাধ্যমিক পাস করার পর অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের ভর্তি সুযোগ পায় না। কারণ আমাদের দেশে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক কম। এর ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেয়।
৩ ত্রুটিপূর্ণ পাঠক্রম
উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল ত্রুটিপূর্ণ পাঠক্রম। পাঠক্রম তথ্য নির্ভর ও বৈচিত্রহীন বাস্তব জীবনের বিশেষ সম্পর্কহীন এক ধরনের পাঠক্রম তাই শিক্ষার্থীরা এই পাঠক্রম অধ্যায়নের বিশেষ আগ্রহী প্রকাশ করে না।
৪ উপযুক্ত শিক্ষকের অভাব
উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের একটি অন্যতম সমস্যা হলো উপযুক্ত শিক্ষকদের অভাব। অধিকাংশ বিদ্যালয়ে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষককে অভাব।
৫ পরীক্ষাগারের অভাব
উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের পাঠক্রমে তাত্ত্বিক শিক্ষার সঙ্গে সঙ্গে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে কিন্তু এই শিক্ষার জন্য যে ধরনের শিক্ষার জন্য যে ধরনের পরীক্ষাগারের প্রয়োজন তা অধিকাংশ বিদ্যালয়ে নেই।
৬ বৃত্তি শিক্ষার সুযোগের অভাব
উচ্চ মাধ্যমিকে শিক্ষা স্তরে সাধারণ ধর্মের শিক্ষার ব্যবস্থা থাকলেও বৃত্তিমুখী শিক্ষার বিশেষ ব্যবস্থা নেই। ফলে অনেক শিক্ষার্থীর উচ্চমাধ্যমিকে বৃত্তিমুখী শিক্ষা থেকে বঞ্চিত হয়।
৭ গ্রন্থাগারের অভাব
উচ্চ মাধ্যমিক শিক্ষাকে উচ্চশিক্ষার প্রস্তুতি পর্ব বলা হয়। তাই এই স্তরে শিক্ষার্থীদের অনেক বেশি পড়াশোনা করতে হয়। কিন্তু বিদ্যালয়গুলিতে গ্রন্থাগারের অভাবে জন্য শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের রেফারেন্স বই পড়া সুযোগ পায় না।
৮ ত্রুটিপূর্ণ পরীক্ষার ব্যবস্থা
উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো ত্রুটিপূর্ণ পরীক্ষা ব্যবস্থা। এখনো বিদ্যালয়ে পরীক্ষার পরিবর্তে মূল্যায়ন ব্যবস্থা সঠিকভাবে চালু হয়নি।
৯ প্রশাসনিক সমস্যা
উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরে একটি বড় সমস্যা হল প্রশাসনিক সমস্যা। প্রশাসনিক সমস্যা বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়।
মূল্যায়ন
এছাড়াও অনেক সমস্যা যেমন রাজনৈতিক সমস্যা, পরিদর্শনের সমস্যা ইত্যাদি উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রসার ও উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।