‘আমরা’ বলতে যাদের বোঝানো হয়েছে
সুভাষ মুখোপাধ্যায় ‘আমরা’ এই বহু বচনআত্মক সর্বনাম ঠিক গারো পাহাড়ের নিচে বসবাসকারী পাহাড়ি মানুষ এবং সমতলে বসবাসকারী সুসভ্য তথা শিক্ষিত মানুষ উভয়কেই বুঝিয়েছেন, যারা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে।
ওদের সঙ্গে আমাদের প্রভেদ
বাংলাদেশের উত্তর অংশে গারো পাহাড়ে অবস্থিত। সেখানকার পাহাড়ি জনজাতির মানুষরা সভ্যতার আলো থেকে, বিবিধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই বঞ্চনা আমাদের মতো সভ্য ও সম্পন্ন মানুষদের দ্বারাই ঘটেছে। আমরাই তাদেরকে দূরে সরিয়ে রেখেছি, কখনো কাছে ডেকে নিইনি। তাই ওরাও আমাদেরকে সহজ ও সাবলীল ভাবে গ্রহণ করতে পারেনি। এই গারো -হাজং-ডালু প্রভৃতি জনজাতির মানুষ আমাদের মতোই বাংলাদেশের বাসিন্দা।
কারণ
পাহাড়ি মানুষ এবং আমরা উপভাষিক ব্যবধান কে স্বীকার করে নিয়ে একই ভূখণ্ডের অধিবাসী হিসেবে এক হয়ে উঠতে পারিনি। পরস্পরের মধ্যে সংহতি ও ঐক্য স্থাপনে আমরা আন্তরিকভাবে কখনোও সচেষ্ট হয়নি। ওদেরকে আমরা পর করেই রেখেছি। তাই লেখক আক্ষেপ করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন- “অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ।”
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর