Google Bard AI কি এবং কীভাবে ব্যবহার করবেন?

বর্তমানে টেকনোলজি দুনিয়াতে সবথেকে বড়ো কোম্পানি হলো google। আর এই google এর যে কোনো অ্যাপ্লিকেশন মার্কেটে আশা মানে সবাই কয়েকটা আশাবাদী হয়ে পড়েছে সেই প্রোডাক্টটি কেমন হবে।

তাই আবারও অন্যান্য প্রোডাক্ট এর মত google এর নতুন একটা AI মার্কেটে লঞ্চ হয়ে গেছে – যার নাম হলো – Google Bard AI ।

সুতরাং আজকের এই আর্টিকেলের মধ্যে জানব আসলে কি – Google Bard AI , এবং এর ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে সমস্যা সমাধান করতে পারি।

চলুন তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের এই আর্টিকেলটি পড়া যাক – Google Bard AI কি এবং কীভাবে ব্যবহার করবেন?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (A.I) কী।

প্রথমত Google Bard এর সম্পর্কে জানতে হলে আমাদের একটুখানি বেসিক জানতে হবে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কি এবং কিভাবে কাজ করে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হলো এক ধরনের সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারগুলোর সাধারণ কম্পিউটার থেকে অনেকটাই আলাদা ও শক্তিশালী হয়ে থাকে।

এবং এই সমস্ত কম্পিউটারের মধ্যে বিভিন্ন ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে থাকে। এবং সেই সমস্ত data গুলিকে প্রয়োজন মতো রিটার্ন করার মতো ক্যাপাসিটর মধ্যে ইন্ট্রুট থাকে।

উদাহরণস্বরূপ – আপনি ধরুন একটি word অ্যাপ্লিকেশনে ৫ লক্ষেরও বেশি শব্দে কোনো কিছু একটি লিখেছেন। এবং আপনি তার মধ্যে থেকে কোন একটি নির্দিষ্ট শব্দ দেখতে চাইছেন।

কিন্তু পাঁচ লক্ষেরও বেশি শব্দের মধ্যে আপনার ওই শব্দ বা ওয়ার্ডটি খুঁজে পাওয়া একটু মুশকিল। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারের কিবোর্ড এর কন্ট্রোল প্লাস (CTRL + F5) ইন্টার করে ওই ওয়ার্ডটি সার্চ করেন তাহলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ওই শব্দটি খুঁজে পেয়ে যাবেন।

সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (A.I) জিনিসটা সম্পূর্ণ ওরকমই। তার মধ্যে বিভিন্ন ডাটা বা তথ্য থাকে, যখনই কোনো ব্যক্তি টাইপ করে বা ভয়েস টাইপিং করে কোন কিছু প্রশ্নের উত্তর জানতে চাই।

তখন সে তার ডেটাবেস থেকে সেই প্রশ্নের উত্তর সুন্দরভাবে গুছিয়ে আপনার সামনে তুলে ধরে। তবে জিনিসটা শুনতে যতটাই ভালো লাগছে বাস্তবে অনেক কঠিন তবে অসম্ভব নয়।

তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কিছুটা একই হলেও সম্পূর্ণ কিন্তু একই নয়।

সুতরাং এক কথায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মধ্যে প্রচুর পরিমাণে ডেটা ইনক্রুট থাকে, এবং সেই সমস্ত কম্পিউটারকে এমনভাবে ট্রেন্ড করানো হয়ে থাকে।

আপনি যে কোনো ভাষাতে প্রশ্নের উত্তর করলে, সেটিকে সঠিকভাবে বুঝে তার সঠিক উত্তরটি আপনার সামনে উপস্থাপন করা।

তবে কিন্তু এখানে প্রশ্নের মধ্যে সীমাবদ্ধতা নেই আপনি চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।

সুতরাং যাইহোক এবারে আমরা আমাদের আলোচ্য বিষয় ফিরে যাক । Google Bard AI কি এবং কীভাবে ব্যবহার করবেন?

what is Google Bard AI in Bengali.

সুতরাং ওপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর সম্পর্কে পড়ার পড়ে, আশা করি অনেকটাই আপনার কাছে প্রশ্নের উত্তরটি স্পষ্ট হয়ে গেছে।

Google Bard AI হল অনেকটা অত্যাধুনিক স্মার্ট একটি এআই, এবং যেকোন প্রশ্নের উত্তরের সমাধান খুব দ্রুতদার সঙ্গে করতে পারে।

এবং এই Google Bard AI, সমস্ত কিছু কাজ করার পিছনে অনেক কটা কারণ রয়েছে। যেহেতু google বিশ্বের সবথেকে বড় টেকনোলজি কোম্পানি।

তাই এই কোম্পানির কাছে ডেটা অথবা তথ্যের কোনো অভাব নেই, তাছাড়া গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিন থাকার ফলে। ভালোভাবেই জানে কোনো ধরনের প্রশ্নের উত্তর মানুষ খুঁজতে আগ্রহী।

তাছাড়া এই google ব্রড ai বিভিন্ন ওয়েবসাইট সোর্স দিয়ে প্রশ্নের উত্তর খুঁজে নিতে সক্ষম। অর্থাৎ স্মার্ট কম্পিউটারের ডেটার বাইরেও প্রশ্নের উত্তর গুলো খুঁজে নিয়ে দিতে সক্ষম।

এবং এই Google Bard AI মধ্যে human interact capacity রয়েছে। অর্থাৎ আপনি যে রকম ভাবেই ঘুরিয়েফিরে প্রশ্ন করুন না কেন, আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝে উত্তর দিতে সক্ষম।

Google Bard AI আপনার সমস্ত প্রশ্নগুলোকে ভিন্নভাবে এনালাইস করে যাতে আরো সহজ ভাবে উত্তর দিতে পারে।

উদাহরণস্বরূপ:- আপনি যখন গুগলের এপ্লিকেশন ইউটিউবে যেরকম ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করবেন। ঠিক সেই রকম ধরনের ভিডিও আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনের হোম পেজে দেখাবে।

অর্থাৎ এখানে google বোর্ড একই রকম ভাবে আপনার ডেটা গুলোকে এনালাইস করে সঠিকভাবে ও নির্ভুলভাবে উত্তর দিতে সক্ষম।

Google Bard AI কীভাবে ব্যবহার করবেন?

যদি বর্তমানের দুনিয়াতে কথা বলার পরে, যদি কোনো প্রশ্নের সহজ কিছু কাজ হয়ে থাকে, সেটা হল গুগল বট এই ব্যবহার করা।

সুতরাং চলুন আমরা স্টেপ বাই স্টেপ জানবো Google Bard AI কিভাবে ব্যবহার করবেন।

তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সমস্ত ভাষাতে উত্তর দিতে সক্ষম হলেও, Google Bard AI সম্পূর্ণভাবে প্রস্তুতি নয় , তাই এখন আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে আপনাকে ইংরেজি ভাষায় প্রশ্ন করতেই হবে।

প্রথম :- প্রথমত যদি আপনার গুগলের কোন জিমেইল একাউন্ট না থেকে থাকে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

দ্বিতীয়ত:- গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ডাউনলোড করতে হবে, আর যদিও ডাউনলোড হয়ে থাকে একবার চেক করে নেবেন আপনার ব্রাউজারটি আপডেট আছে কিনা।

যদি আপডেট না থেকে থাকে, তাহলে অবশ্যই স্মার্টফোনের জন্য প্লে স্টোর থেকে এবং কম্পিউটারের জন্য মাইক্রোসফট স্টোর থেকে আপনার ওয়েব ব্রাউজারটি আপডেট করে নেবেন।

তৃতীয়ত:- আপনার ক্রোন ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে google bard লিখে সার্চ করার পরে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে গেলে নিচের দেওয়া ছবির মত আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন।

Google Bard কীভাবে ব্যবহার করবেন?

সুতরাং তারপরে আপনি ছবিতে দেখা অনুযায়ী ডান পাশের নিচের দিকে একটি ট্রায় বোর্ড বলে অপশন পাবেন।

তারপর ওই অপশনে ক্লিক করার পরে ঠিক নিচে থাকা ছবিতে একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন।

Google Bard AI কি এবং কীভাবে ব্যবহার করবেন?

তারপর আপনাকে I agree ব্যাটানি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি গুগলের এই ব্যবহার করতে পারবেন। এবং এরকম একটি ইন্টারপ্রেস দেখতে পাবেন। যার নিচের ছবিটা দেখানো হলো।

Google Bard কীভাবে ব্যবহার করবেন?

সুতরাং আপনি যেরকম সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম গুলো ব্যবহার করে বিভিন্ন চ্যাট করে থাকেন বা মেসেজ এ কথা বলে থাকেন।

একই রকম ভাবে এখানে আপনি চ্যাট করার অপশনে ভয়েস চ্যাট অতবার টাইপিং চ্যাট যেকোনো প্রশ্ন করতে পারেন গুগল বোট ai কে।

এবং সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিছু সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। এবং আপনি এটি সম্পূর্ণ বিনামূল্যে সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন।

অবশেষে

পাশে থাকুন এবং টেকনোলজির সঙ্গে থাকুন, এবং প্রতিনিয়ত ওরকম টেকনোলজিক বিষয়ের নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের এই সাইটে ভিজিট করুন।

এবং আজকের এই Google Bard AI কি এবং কীভাবে ব্যবহার করবেন? আর্টিকেল বিষয়ে কোনরকম কিছু জিজ্ঞাসা করার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন।

Leave a Comment