রবীন্দ্রনাথ জীবনভাবনা
রবীন্দ্রনাথের তিরোধানের পরবর্তীকালে প্রকাশিত কাব্যগ্রন্থে ‘শেষ লেখা’ থেকে নির্বাচিত আমাদের পাঠ্য ‘রূপনারানের কূলে’ কবিতাটি রবীন্দ্র জীবন ভাবনার এক অনন্য দৃষ্টান্ত। বস্তুত এই পর্বে এসে মৃত্যুঞ্জয়ী রবীন্দ্র চেতনা নির্ভীক, নিঃস্ব ও নিরাসক্ত। জীবনব্যাপী প্রেমসৌন্দর্যে সাধন করেছেন যে শিল্পী, তিনি নির্মোহ দৃষ্টিতে লক্ষ্য করেছেন সরল জীবনের মিথ্যা বিশ্বাসের ফাঁদ। জগৎজোড়া এই জীবন মৃত্যুর খেলা স্বপ্ন মাত্র নয়। সুনিপূণ মায়ায় প্রবঞ্চনা নিত্যনিয়ন্ত্রিত জীবন কুলের বেদনা বহ অভিজ্ঞতার অনুভবে কবিচিত এ কবিতায় বারে বারে উদবেলিত, তবু অধীর নয়। শান্ত সমাহিত হৃদয়ে রবীন্দ্রনাথ সেই দুর্জয় সু কঠিন অনুভবকে অভিজ্ঞানের মত আপন হৃদয় ধারণ করেছেন-জীবনে যথার্থ রূপ তাই তার কাছে কঠিন হলেও গ্রহণীয়। তাই তিনি বলেছেন –
“সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।”
সত্য কঠিন হলেও দারুন
অন্যদিকে তিনি লক্ষ্য করেছেন, মিথ্যার প্রবঞ্চনাকে হেলায় হারিয়ে আত্ম দ্বীপের শিখার আলোকে যে মানুষ উত্তীর্ণ হতে পরে মহত্বের ; সেই জয়ী হয় জীবন খেলায় এবং আমঋত্যউ দুঃখের তপস্যা শেষে সেই পায় ‘অক্ষয় শান্তির অধিকার’ । তাই জীবনব্যাপী এই সাধনই সত্যের সাধন। যার মূল্য অসাধারন তথা দারুন। এইভাবে রবীন্দ্র চেতনার সত্য ‘কঠিন’ হলেও ‘দারুন’ বলেই প্রার্থিত।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর