প্রথম অংশ
‘ভাত’ হলো একই সমাজের দুই বিপরীত মেরুতে বসবাসকারী দুই শ্রেণীর কাহিনী, যাদের মধ্যে সবথেকে বড় তফাৎ হলো ভাতের যোগান। বড় বাড়ির বুড়োকর্তার আয়ু রক্ষার যোগ্য উপলক্ষে যেখানে মুনিষ খাটতে আসে সুন্দরবনের হতদরিদ্র ভাগ্যবিড়ম্বিত উচ্ছব। তার জীবনের তখন বেঁচে থাকার একমাত্র আকর্ষণ হল ‘ভাত’ । এখানে ভাত একটি প্রতীক। উচ্ছবের গল্পে কয়েকটি ঘটনার ভাতের উল্লেখ রয়েছে। এক যে ভাতকে তার ঠাকুমা লক্ষ্মী মানতে শিখিয়েছিলেন, এবং দুই যা বড় বাড়িতে অফুরন্ত। তাই তারা প্রতিদিন ৫ রকম আলাদা আলাদা চালের ভাত রান্নার পরেও গোপনে বিক্রি করে। ভাতের হুতাশে উচ্ছব যেন প্রেতে পরিণতি হয়েছে, “ভাত খেলে এসে মানুষ হবে।”
দ্বিতীয় অংশ
বাদার মানুষ হয়েও উচ্ছবরা ভাত পায় না, তাদের বাদায় শুধুমাত্র গেঁড়ি-গুগলি, কচু শাক। ভাতের আশায় তাদের অমানুষিক পরিশ্রম করতে হয় বড় বাড়ির মত ধনী গৃহে। যেখানে নিয়ম রক্ষার ছুতোয় বুভুক্ষু উচ্ছবকে খাটিয়ে খাটিয়ে নেওয়া হয়। সেখানে অশৌচের সংস্কারে উপসী মানুষের ক্ষুধাকে আগ্রহ করে ভাত রওনা হয় জঞ্জালের স্তুপে। ভাতই শেষ পর্যন্ত উচ্ছব দের প্রতিবাদী করে তোলে। দুর্বল শরীরে ভাতের ডেচকি নিয়ে পালিয়ে গিয়ে তারা আদায় করে নেয় নিজেদের প্রাপ্য। তবে শেষ পর্যন্ত অপরাধী তকমা পায় উচ্ছব ভাতের ডেকচি চুরির অভিযোগ অপর্যাপ্ত ভাতের উৎস ‘বাদার সন্ধান পাওয়া যায় না তার। সমগ্র গল্পে ‘ভাত’প্রতীক হয়ে উঠেছে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?