জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকসমূহ
যে নদী ব্যবস্থায় প্রধান ও অপ্রধান সমস্ত নদী পরস্পর সমকোণে মিলিত হয়ে খড়খড়ি বা ঝিল্লিযুক্ত জালিকার মতাে যে নদী নকশা গঠন করে, তাকে জাফরিরূপী নদী নকশা বলে। এই ধরনের নদী নকশা গঠনের প্রধান নিয়ন্ত্রকগুলি নিম্নে আলােচনা করা হল一
- পরস্পর কঠিন ও কোমল শিলা দ্বারা সজ্জিত সমনতি সম্পন্ন উথিত ভূভাগের অবস্থান।
- কোনাে বড় ভাজের প্রান্তদেশের সমনতি গঠনের কঠিন শিলার ওপর অনুগামী নদী এবং কোমল শিলার ওপর পরবর্তী নদীর সৃষ্টি।
- ফালির আকারে পরপর কঠিন ও কোমল শিলা দিয়ে তৈরি সমান্তরাল চ্যুতিরেখার অবস্থান।
- সমান্তরালভাবে এবং পরস্পর লম্বভাবে ছেদকারী দারণ বা ফাটল ও জোড়মুখের অবস্থান।
কেন্দ্রবিমুখ ও সমান্তরাল জলনির্গম প্ৰণালীর নিয়ন্ত্রক ভূমিরূপসমূহ
কেন্দ্রবিমুখ নদী নকশার প্রধান নিয়ন্ত্রক হল চতুর্দিক ঢাল বিস্তারকারী উচ্চভূমি যেমন一
- উত্থিত গম্বুজ,
- শঙ্কু জাতীয় আগ্নেয়গিরি,
- অবশিষ্ট পাহাড় বা টিলা,
- বিচ্ছিন্ন উচ্চভূমি,
- তীক্ষ্ণ শঙ্কু আকৃতির পাহাড়,
- গ্রানাইট শিলার বস (Boss) ও ব্যাথােলিথের উন্মুক্ত অংশ দ্বারা গঠিত উচ্চভূমি প্রভৃতি।
উদাহরণ—ছছাটোনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়ের জলনির্গম প্রণালী, হাওয়াই দ্বীপপুঞ্জের কোকো ক্রেটার (Koko Crater) প্রভৃতি।
সমান্তরাল বা প্রায় সমান্তরাল নদী সৃষ্টির নিয়ন্ত্রণকারী উপাদানগুলি হল一
- খুব খাড়া ঢালু ভূভাগ,
- কুয়েস্তার নতিঢাল,
- হগব্যাক (Hogback),
- খুব কাছাকাছি অবস্থিত একাধিক সমান্তরাল চ্যুতি,
- একনত অথবা সমন্ত ভাজ এবং
- সমুদ্রের সাম্প্রতিক পিছু হঠার ফলে সৃষ্ট উপকূলীয় সমভূমি প্রভৃতি।
শেল বা কাদাপাথরের খাড়া ঢালে সাধারণত সমান্তরাল নদী নকশা ভালােভাবে গড়ে ওঠে। উদাহরণ- বিন্ধ্যের ভূগুঢাল।