বস্তুর নিজের বৈশিষ্ট্য ছাড়াও অনেক সময় আমাদের অভ্যন্তরীণ অবস্থা ও চাহিদা ও মনোযোগের বস্তুর নির্বাচনের সাহায্য করে। যে বিশেষ মানসিক অবস্থা মনোযোগের নির্ধারক হিসেবে কাজ করে, সেইগুলোকেই ব্যক্তিগত নির্ধারক বলা হয়। ব্যক্তিগত নির্ধারক গুলির সম্পর্কের নিচে পয়েন্ট আকারে আলোচনা করা হলো।
১ আগ্রহ
আগ্রহ মনোযোগের একটি অন্যতম ব্যক্তিগত নির্ধারক। ব্যক্তি যে বিষয়ে আগ্রহী সে সেই বিষয়ে মনোযোগ দিয়ে থাকে। সকালে সংবাদপত্র পাওয়ার পর যাদের রাজনীতির প্রতি আগ্রহ তারা রাজনৈতিক খবরের প্রতি আগে মনোযোগ দেয়।
২ প্রবৃত্তি
প্রবৃত্তির তাড়নায় আমরা অনেক সময় বিশেষ কোনো বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকি। ক্ষুধার প্রবৃত্তির তাড়নায় আমরা খাদ্য বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকি।
৩ আবেগ
আবেগের বংশবতী হয়ে আমরা বিভিন্ন বস্তুর প্রতি মনযোগ দিয়ে থাকি। যেমন – ভয় পেলে দৌড়ে পালানোর সময় নিকটবর্তী কোনো নিরাপদ জায়গায় আমাদের মনোযোগ আকর্ষণ করে।
৪ মন প্রকৃতি
এটি হলো মনোযোগের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। বিভিন্ন মন প্রকৃতিগত বৈশিষ্ট্যের জন্য ব্যাক্তি বিভিন্ন ধরনের বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকে। ধার্মিক ব্যাক্তিরা ধর্মীয় আলোচনা, ধর্মীয় পুস্তক, ধর্মস্থানের প্রকৃতি প্রকৃতিতে মনোযোগী হয়।
৫ সেন্টিমেন্ট
সেন্টিমেন্ট হলো অর্জিত জৈব মানসিক প্রবণতা। এই জৈব মানসিক প্রবণতা ব্যক্তিকে বিভিন্ন বস্তুর প্রতি মনোযোগ দিতে সাহায্য করে।
৬ অভ্যাস
অভ্যাসের বংশবতী হয়ে আমরা বিশেষ বিশেষ বস্তুর প্রতি মনোযোগ দিয়ে থাকি। যার সকালের চা খাওয়ার অভ্যাস আছে সে ঘুম থেকে উঠেই চায়ের প্রতি মনোযোগ দেয়।
৭ অভিজ্ঞতা
পূর্ব অভিজ্ঞতা আমাদের মনোযোগ নির্ধারণের সহায়তা করে। নাবিক তার পূর্ব অভিজ্ঞতা থেকে সমুদ্রের কোনো জায়গাটিতে গেলে বিপদ হতে পারে তা জানে এবং সেই জায়গাটির প্রতি সব সময় মনোযোগ দেয়।
৮ জীবনাদর্শ
ব্যক্তি তার জীবনাদর্শের দ্বারা বস্তু বা বিষয় প্রতি মনোযোগ দিয়ে থাকে। কেউ দুষ্টু ব্যক্তির প্রতি সহানুভূতিশীল তাদের দুঃখ মোচনের জন্য মনোযোগী হয় আবার কিউবা হয় না।
৯ মনোভাব
মনোভাব মনোযোগের একটি অন্যতম নির্ধারক। যেসব বিষয় বা ঘটনার প্রতি আমাদের ইতিবাচক মনোভাব থাকে সেই সকল বিষয়ের প্রতি আমরা সহজেই মনোযোগী হতে পারি।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় বস্তুগত, ব্যক্তিগত উভয় প্রকার নির্ধারণ কি সম্মিলিতভাবে আমাদের মনোযোগের বস্তু নির্বাচনের সহায়তা করে থাকে।