বয়স্ক শিক্ষার ক্ষেত্রে জাতীয় সাক্ষরতা মিশনে কী ধরনের কার্যাবলির কথা বলা হয়েছে?

বয়স্ক শিক্ষার ক্ষেত্রে জাতীয় সাক্ষরতা মিশনের কার্যাবলি

(১) উপযুক্ত কর্মী নিয়ােগ: বয়স্ক সাক্ষরতার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত কর্মী নিয়োগ এবং তাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করা।

(২) তথ্য সংগ্রহ ও সরবরাহ : সাক্ষরতা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে পুনরায় নতুন তথ্য সরবরাহ করা।

(৩) উপযুক্ত তদারকি : বয়স্ক সাক্ষরতার কাজটি সঠিকভাবে হচ্ছে কি না, তো দেখাশোনা করার জন্য উপযুক্ত তদারকি প্রয়োজন।

(৪) মূল্যায়ন প্রয়োজনে পরিবর্তন করা : সাক্ষরতা কর্মসূচির সঠিক মূল্যায়ন করা এবং তার ভিত্তিতে প্রয়ােজনে কর্মসূচি পরিবর্তন করা।

(৫) নমনীয়তা বজায় রাখা : গৃহীত কর্মসূচি যেমন— গ্রামীণ কার্যকরী সাক্ষরতা প্রকল্প, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি ও রাজ্য শিক্ষা কর্মসূচিগুলোতে আরো নমনীয়তা বজায় রাখতে হবে।

(৬) সাক্ষরােত্তর ও প্রবহমান শিক্ষার সুযােগ সৃষ্টি : সাক্ষরােত্তর ও প্রবহমান শিক্ষার সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক জনশিক্ষা নির্ণায়ক কেন্দ্র প্রস্তুত করা।

এইরকম Question answer পাওয়ার জন্য আমাদের website visit করুন

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের(education) সব প্রশ্ন উত্তর 

Leave a Comment