গুরুত্ব
শরীরচর্চার ধারাবাহিকতার ইতিহাসে নবরূপ অথলিটিক্স। বেঙ্গল প্রেসিডেন্সি স্পোর্টস এক সময় ভারতের সবচেয়ে নামিদামি অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ছিল। এতে যোগ দিতে ভারতের সর্বোচ্চ এমনকি বর্মা থেকেও ইংরেজ ও অন্যান্য ইউরোপিয়রা, সামরিক বাহিনীর লোক ও অসংখ্য সাধারণ মানুষ আসতেন। বাংলায় ছিল ভারতীয় অ্যাথলেটিক্স এর জনক। তখনকার সেরা অ্যাথলিটি ছিল দু ভাই বিজয় দাস ও শিবদাস ভাদুড়ি (যারা মোহনবাগানের ফুটবল ইতিহাসে জড়িত চিরকালীন খেলোয়াড়ও), পি কে বিশ্বাস, জিতেন্দ্র দাসগুপ্ত প্রমুখ। তারপর নানা সময় নানা বাংলাকে গর্বিত করলেও এশিয়াডে প্রথম স্বর্ণপদকজয়ী জ্যোতির সময় বাংলার অ্যাথলিটের ইতিহাস এক পৃথক পর্বের রচয়িতা। নীলিমা ঘোষ, সোমা দত্ত, পিংকি প্রামানিক, সুস্মিতা বিশ্বাস প্রমুখরা বাংলার অ্যাথলিটিক্সের অন্যতম নাম।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর