উদ্দেশ্য
ইংরেজি শাষিত বঙ্গদেশে ১৯ শতকের শুরু থেকেই যেন জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। বিশেষত কলকাতায় অভিজাত বাঙালি সমাজের ইংরেজি শেখা ও পাশ্চাত্য সাহিত্য ওসংস্কৃতি বিষয় চর্চার ক্ষেত্রে বিশেষ তাগি দেখা দিয়েছিল। এই সকল মানুষদের আগ্রহকে কেন্দ্র করে কলকাতায় ১৮১৭০০ খ্রিস্টাব্দে ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয় ও তার সূত্র ধরেই গড়ে ওঠে কলকাতা স্কুল অফ সোসাইটি। এই সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট সহজাহিতৈষী ও শিক্ষাবিদ ডেভিড হেয়ার। তিনি ছিলেন কলকাতার আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান ও প্রসারের ক্ষেত্রে একজন শ্রেষ্ঠ অগ্রদূত। বাংলা ও ইংরেজি বই প্রকাশ করে বাংলা ও ইংরেজি বই প্রকাশ করে তা সুলভে সকলের কাছে পৌঁছে দেওয়া ছিল ‘স্কুল বুক সোসাইটি’র উদ্দেশ্য।
ভূমিকা
১৮২২ খ্রিস্টাব্দে সোসাইটি একটি মাসিক পত্র প্রবর্তন করে, তার নাম ছিল ‘পাশ্বাবলি’। এই মাসিক পত্রটিকে ‘অ্যানিম্যাল এন্ডসাইক্লোপিডিয়া’ বা ‘প্রাণী বিশ্বকোষ’-এর সমধর্মী বলা চলে। এছাড়াও স্কুল বুক সোসাইটি বিভিন্ন ভারতীয় ভাষাতে অভ্যাস কিছু পত্রিকা ও পুস্তক প্রকাশ করেছিল। এইভাবে স্কুল বুক সোসাইটি সেই সময়ে বিজ্ঞান চর্চা তো বটেই, তাছাড়াও জ্ঞানের বিভিন্ন শাখায় মানুষকে সমৃদ্ধ করে তোলার কাজে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছিল।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর