প্রাচীন ভারতীয় ও পাশ্চাত্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখ ?

কোন ভাষা নির্দিষ্টকালের রূপ ও বিকাশ নিয়ে ভাষা চর্চার যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে শাখা নির্মিত হল তার সূত্রপাত বহুকাল আগেই ভারতবর্ষে ঘটে গিয়েছে।

উদ্ভব

প্রাচীন ভারতীয় ভাষা জিজ্ঞাসার প্রধান ব্যাকরণ (grammar) রূপে বিকাশ লাভ করেছিল। নবদ্বীপে বৈয়াকরণদের ছিল বর্ণনামূলক। ‘পতঞ্জলি’র ‘ঋকসংহিতা’র সূক্তের ব্যাখ্যা কিংবা ‘মুন্ডকোপনিষদ’-এর শিক্ষা, বিরুক্ত, ব্যাকরণ, ছন্দ-এগুলো বিস্তৃত অর্থে বর্ণনামূলক ভাষা চর্চার অংশ। মাসিকের ‘নিরুক্ত-তে অর্থের বিদ্যুৎপত্তির সন্ধান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞানকে চিহ্নিত করে। পাণিনির ‘অষ্টাধ্যায়ী’তে চার হাজার সূত্রের সমৃদ্ধ ব্যাকরণ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের উদাহরণ-ভাষাতাত্ত্বিকরা যাকে ‘root-theory বলেছে। কাত্যায়নের ‘কার্তিক সূত্র’, বনামের ‘কাশিকা বৃত্তি’ এর উল্লেখযোগ্য নির্দেশন। পালি ভাষা শ্রেষ্ঠ ব্যাকরণ অগ্গবংস রচিত ‘সদ্দনীতি’, এখানে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রয়োগ লক্ষণীয়।

বিকাশ

পাশ্চাত্যে ভাষা জিজ্ঞাসা অনুশীলন প্রাচ্যের অনেক পরে শুরু হয়। ফ্রআনৎস বোয়েসেল ‘Hand Book of American Indian Language ‘ বইটি প্রকাশের পর যথার্থ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত ঘটে ফেদিনাঁ দ্য সোস্যুর ‘Course in General Linguistics (1916)’ গ্রন্থে প্রকাশের মধ্যে দিয়ে। এরপর ইউরোপ ও আমেরিকার ভাষাবিজ্ঞানী যুগান্তকারী গবেষণা চলতে থাকে। এড‌ওয়ার্ড স্যাপি, ব্লুমফিল্ড, হকেট,গ্লঈসন প্রমুখে গবেষণায় পায় দুর্বল সব সূত্রাবলী। পরবর্তীতে নোয়াম চমস্কি ১৯৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৬৮ খ্রিস্টাব্দের মধ্যে ছয়টি বহুমূল্য গ্রন্থ রচনা করেন। তা শ্রেষ্ঠ বইগুলি হলো – ‘Language’, ‘Principals of General Grammar’, ‘A Course in Modern Linguistics ‘, ‘Syntactic Structure ‘, ‘Language and Mind’ ইত্যাদি।

বাংলা ভাষা ও বর্ণনামূলক ভাষা চর্চায় পিছিয়ে নেই। সুনিতি কুমার চট্টোপাধ্যায় লেখা ‘the origin and development of the Bengali language (ODBL)’, শহীদুল্লাহ রচিত ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’, সুকুমার সেনের ‘ভাষার ইতিবৃত্ত’, আব্দুল হাই- এর ‘The sound Structure of English and Bengali’ ইত্যাদি বহুমূল্য গ্রন্থ গুলি বাংলা ভাষার বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের চর্চাকে অনেক বেশি আধুনিকতম রূপ দিয়েছে।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment