উৎস
প্রশ্নোদ্ধৃত অংশটি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটক একাঙ্ক নাটক থেকে সংকলিত। বিখ্যাত এই ইংরেজি উক্তিটি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’ নাটকের তৃতীয় অংকের তৃতীয় দৃশ্যের অন্তর্গত।
প্রসঙ্গ
মূল নাটকে ইয়াগোর সঙ্গে কথোপকথন কালে ওথেলো স্বয়ং এই সংলাপটি উচ্চারণ করেছিলেন। প্রিয়তমা ডেসডিমোনা তার প্রতি প্রেমের ক্ষেত্রে একনিষ্ঠ নয়-এই সংবাদে অন্তর্জ্বালায় ক্ষতবিক্ষত ওথেলো ইয়াগোকে বলেছিলেন যে, যতদিন পর্যন্তের সংবাদ তার কর্ণ কুহরে প্রবেশ করেননি ততদিন জীবন তার কাছে কত সুন্দর মনে হতো। আজও যদি এ সংবাদ তার অজানা থাকতো, ডেসডিমোনা বহু পুরুষের প্রতি আসক্ত হলেও তার চিত্তবৈকলের কারণ থাকত না। কিন্তু সংবাদটি গোপন সূত্রে তার কানে আশায় তার নিজের জীবন যেন এই মুহূর্তেই যাবতীয় প্রাসঙ্গিকতা হারিয়েছে। এত দিনের এত লড়াই, এত প্রতিপত্তি, এত বিজয় সব যেন মিথ্যা হয়ে গিয়েছে তার কাছে। যোদ্ধা ওথেলো আজ জীবনের কাছে পরাজিত।
উদ্ধৃতিটির প্রাসঙ্গিকতা
‘নানা রঙের দিন’ নাটকটিতে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মুখে ‘ওথেলো’ নাটকের যে অংশটি উচ্চারিত হয়েছে, তা অবস্থার বিচারে অত্যন্ত সুপ্রযুক্ত। ওথেলো জীবনের প্রতি চরম নিরাশ শক্তির কারণে যে কথা বলেছিলেন তার মূলে ছিল প্রিয়তমা হৃদয়ের একছত্র অধিপতি হতে না পারার সন্দেহ জনিত হতাশা ; রজনীকান্তের জীবনের স্ট্র্যাজেডির অন্যতম কারণ প্রেমিকার কাছে তার অভিনেতার সত্তার মর্যাদা না পাওয়া। ওথেলোর মতো রজনীকান্ত একদিক থেকে যেন জীবন যুদ্ধের কূট কৌশল সম্পর্কে অনভিজ্ঞ এক পরাজিত সৈনিক।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর