উৎস
আলোচ্য উদ্ধৃতিটি ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের স্বগতোক্তি। বক্তা আত্মঅনুশোচনা উদ্ধৃত মন্তব্যটি করেছেন।
প্রসঙ্গ
একসময় জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত বর্তমানে ষাটোর্ধ্ব। মাঝেমধ্যেই অভিনয় শেষে নেশাচ্ছন্ন অবস্থায় তিনি হয় বাড়ি ফেরেন, নয়তো গ্রীন রুমেই ঘুমিয়ে পড়েন। এমনই একদিন গ্রীন রুমে তার ঘুম ভাঙ্গে। নেশাগ্রস্ত অভিনেতা দেখেন থিয়েটার হল ফাঁকা, সবাই চলে গিয়েছে। নিজের অসচেতনাকে এভাবেই দোষারোপ করতে থাকেন তিনি।
কারণ
‘বারোটা বেজে যাওয়ায়’-প্রবচন হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ উচ্ছন্নে যাওয়া বা বিগড়ে যাওয়া। রজনীকান্ত একসময় জনপ্রিয় ডার্কসাইডের অভিনেতা হলেও, ৬৮ বছর বয়সে নিজের কর্মক্ষমতার বিকলতা নিয়ে উক্ত মন্তব্যটি করেছেন। সময়নিষ্ঠা, সংযম, নিয়মানুবর্তিতা অভিনীত প্রাথমিক গুণ, যা তিনি ক্রমশ হারিয়ে ফেলেছেন। ৪৫ বছরের অভিনেতা জীবনের ব্যর্থতা, না পাওয়া ভুলতে মদের প্রতি আসক্ত হয়েছেন তিনি। এই উপলব্ধি নিজের প্রতি তার ক্ষোভ বাড়িয়ে তুলেছে। যার কারনে হতাশা ও বিরক্ত রজনীকান্ত এমন আত্মোকি করেছেন।