“সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার।”-বাজারটির পরিচয় দাও? অথবা, ‘ভারতবর্ষ’ গল্প অনুসরণে বাজারের পরিবেশ বর্ণনা দাও? অথবা, “কিন্তু বাজারের বিদ্যুৎ আছে।” -বাজারটির কোথায় অবস্থিত? গল্প অবলম্বনে ‘বাজার’ -এর বর্ণনা দাও?

ভূমিকা

প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ ‘ভারতবর্ষ’ গল্পের সূচনা পড়বে এমন এক ছোট্ট বাজারের ছবি এঁকেছেন, যাকে কেন্দ্র করে একটি ছোট্ট গ্রামের অবস্থান। এই গ্রাম জীবনের তাপ উত্তাপ কম, বেঁচে থাকার গ্লানী নিয়ে এখনকার মানুষজন সমবেদ হয ছোট্ট এই বাজারে।

বাজারের অন্তর্গত দোকানপাট

বট গাছের কাছে যেখানে পিচের সড়ক বাঁক নিয়েছে, সেখানে এই ছোট্ট বাজারটি গড়ে উঠেছে। গ্রামে বিদ্যুৎ না থাকলেও বাজার এলাকায় বিদ্যুৎ বর্তমান। সেখানে রয়েছে ইতস্তত কিছু দোকানপাট, যার মধ্যে অবস্থান করছে তিনটে চায়ের, দুটো সন্দেশের দোকান। তাছাড়াও রয়েছে তিনটে পোশাকের দোকান, একটা মনোহারি, দুটো মুদিখানা দোকান এবং একটা আড়ত। একটা হাস্কিং মেশিনও আছে ধান গম ভাঙানোর জন্য। একটা ইটভাটার অবস্থান ও সেখানে লক্ষ গোচর হয়।

বাজারের পরিবেশ

গ্রামের শান্ত-সমাহিত জীবনের বাইরে একটু উত্তাপ আস্বাদন পড়তে চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে, বাজারটির আংশিক জমজমাট হয়ে ওঠে। চা দোকানে জমে ওঠে মজলিশ ভাব থাকে। একসময় তা ফাঁকা হয়ে যায়। ইলেকট্রিক বাতি জ্বলে সারারাত। বীজের উপর তখন ঘুরতে দেখা যায় কিছু নেড়িকুত্তাকে। মাঝে মাঝে রাস্তা কাঁপিয়ে ট্রাক চলে যায়, দূরের দিকে। ভেসে আসে প্যাঁচার ডাক।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment