“সেকালে ঘন ঘন ‘সাকা’ হত।”- কোথায় ‘সাকা’ হয়েছিল? এর ফলে কি হয়েছিল?

পাঞ্জা সাহেবের সাকা

প্রশ্নে প্রদত্ত অংশটির কর্তার সিং দুগ্গাল রচিত ‘অলৌকিক’ গল্প থেকে নেয়া হয়েছে। পূর্বে যে অঞ্চলের নাম ছিল হাসান আব্দালের জঙ্গল, সে অঞ্চলের পরবর্তী নাম হয় পাঞ্জাস সাহেব। সেই পাঞ্জা সাহেবই ‘সাকা’ হয়েছিল।

সাকা’-র ফল

‘সাকা’ বলতে শিখধর্মাবলম্বী মানুষদের ধর্ম, জাতীয়তা ও সম্মান রক্ষার জন্য আত্মনাতকে বোঝায়। নিরস্ত্র স্বাধীনতা সংগ্রামের বন্দী অভুক্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ট্রেনে করে জেলে পাঠাচ্ছিল ইংরেজ শাসক গোষ্ঠী। সেই ট্রেনকে পাঞ্জা সাহেবের দাঁড় করিয়ে অভুক্ত স্বাধীনতা সংগ্রামী ভারতীয়দের খাদ্য পানীয় দেওয়ার সমস্ত আবেদন ব্যর্থ হলে পাঞ্জা সাহেবের স্ত্রী-পুরুষ-শিশু-বৃদ্ধ নির্বিশেষে বহু মানুষ রেললাইনে শুয়ে চলন্ত ট্রেনের নিচে জীবন দিয়ে ট্রেন থামান। পাঞ্জা সাহেব যে ‘সাকা’ হয়েছিল তার ফল হয়েছিল দু প্রকার। ‘সাকা’র ফলে চলন্ত ট্রেনের গতি রোধ করার মাধ্যমে এক বিস্ময়কর অলৌকিক মুহূর্তের সৃষ্টি হয়েছিল। দ্বিতীয়ত, লেখক এরও বাল্যকালের সোনার গুরু নানকের হাতের ছোঁয়ায় পতনশীল পাথর ধমন ঘটনা সম্পর্কে অবিশ্বাস কেটে যায়। মানুষ যে প্রবল ইচ্ছা শক্তি, অটল সংকল্প, দুর্জয় সাহস দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে, এই ‘সাকা’ তা প্রমাণ করেছিল।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment