হোম-যোগী হওয়ার কারণ
মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পটির শুরুতে দেখা যায় বাড়ির কর্তা মশাই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী। তার বয়স ৮২ হলেও বেশ ‘টনকো’ ছিলেন। কিন্তু মারণ ব্যক্তির কথা যখন প্রকাশ পেল তখন ডাক্তারের আর কিছু করার নেই। স্বাভাবিকভাবেই অন্ধবিশ্বাসের কাছে আত্মসমর্পণ করতে হলো। বাড়ির ছোট বইয়ের বাবা তান্ত্রিক এনেছেন, হোম যজ্ঞ করে তিনি বৃদ্ধের প্রাণ রক্ষা করবেন এই অভিপ্রায়। এই কারণেই ‘হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে।
যজ্ঞের আয়োজন
কর্তার প্রাণরক্ষার্থে প্রান্তিকের বিধান অনুযায়ী হোম যজ্ঞের বিপুল আয়োজন লক্ষ্য করা যায়। সকাল থেকেই বাড়িতে, তথা মহিলা মহলে ব্যস্ততা দেখা যায়। বাড়ির ছেলেদের এ ব্যাপারে তেমন মাথাব্যথা নেই। সেদিনও তারা বেলা এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে। বড় পিসিমা সমস্ত বিষয়টি তদারকি করছেন। হেসেলের কাজ ও সমাপ্তির পথে, কারণ বিধান অনুসারে সমস্ত রান্নার যোগ্য শুরুর আগেই শেষ করতে হবে এবং যোগ্য সম্পূর্ণ হলেই সকলের আহারাদির ব্যবস্থা হবে।
যজ্ঞের উপাচার
তান্ত্রিকের ফর্দ অনুযায়ী যজ্ঞের জন্য বেল ,কেওড়া, অসত্য, বট, তেতুল, গাছের কাঠ আধমণ করে আনা হয়েছে। কার্ডগুলো এক মাপে কাটার দায়িত্ব উচ্ছব নাইয়ার। বিধান অনুসারে কালো বিড়ালের লোম প্রয়োজন, জানতে গেছে ভজন নামে এক চাকর। এছাড়াও প্রয়োজন শ্মশানের বালি। আয়োজন সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ে “ওঁ হ্রী টং টং মো ভো রোগ শৃণু শৃণু”মন্ত্র পড়ে কালো বেড়ালের রোমে রোগ কে বেঁধে যোগ্য শুরু করলেন তান্ত্রিক।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?