চেয়ারম্যান তার দ্বি-উপাদান তত্ত্বে যে দুটি মানসিক উপাদানের কথা বলেছেন তাদের মধ্যে একটি হলো সাধারণ মানুষ উপাদান, আর অপরটি হল বিশেষ মানসিক উপাদান। এই দুটি উপাদানের মধ্যে যে সকল পার্থক্য দেখা যায়। তা নিচে আমরা আলোচনা করলাম –
সংজ্ঞা
যে মানসিক উপাদানের সাহায্যে মানুষ সকল রকম বৈদিক কাজ করতে পারে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলতে পারে, তাকে সাধারণ মানসিক উপাদান বলে।
অপরদিকে – যে মানসিক উপাদান বিশেষ বিশেষ কাজে জন্য ব্যবহৃত হয় এবং কোনো বৌদ্ধিক কর্ম সম্প্রদায়ের সময়ে সাধারণ মানসিক ক্ষমতার ওপর নির্ভরশীল হয়, তাকে বিশেষ মানসিক উপাদান বলে।
প্রকৃতি
এই মানসিক উপাদান সাধারণ ধর্মী কিন্তু
অপরদিকে এই মানসিক উপাদান হলো প্রশিক্ষণযোগ্য।
বিকাশ শীল ও প্রশিক্ষণযোগ্য
এই উপাদান বিকাশ এবং অপরদিকে,
এই মানসিক উপাদান হল প্রশিক্ষণযোগ্য।
একক এবং বহু
সাধারণ মানুষিক উপাদান হল একক মানসিক ক্ষমতা, এবং অপরদিকে
এই মানসিক ক্ষমতা সংখ্যায় বহু।
জন্মগত ও অর্জিত
এই মানসিক উপাদান জন্মগত, এবং অপরদিকে
এটি হলো অর্জিত।
পরিবর্তন
এই উপাদান কর্মভেদের পরিমাণের পরিবর্তন হয়ে থাকে, কিন্তু অপরদিকে
বিশেষ মানসিক উপাদান কর্মভেদে প্রাকৃতিক পরিবর্তন হয়ে থাকে।
স্বাধীন ও নির্ভরশীল
এই উপাদান কর্ম সম্পাদনের সময় স্বাধীন এবং একক, এবং অপরদিকে
এই মানসিক উপাদান সাধারণ মানসিক উপাদানের উপর নির্ভরশীল
অভিজ্ঞতার সঞ্চালন
সাধারণ মানসিক উপাদান পূর্বের অভিজ্ঞতা বিভিন্ন কর্মের সঞ্চয় সাহায্য করে, এবং অপরদিকে
বিশেষ মানসিক উপাদান পূর্বের অভিজ্ঞতা বিভিন্ন কর্ম ক্ষেত্রে সঞ্চালনে খুব সামান্য সহায়তা করে।
সর্বজনীন
সাধারণ মানসিক উপাদান সকল ব্যক্তির মধ্যে কর্ম বেশি বর্তমান। অর্থাৎ সর্বজনীন, এবং অপরদিকে
বিশেষ মানসিক উপাদান সকল ব্যক্তির মধ্যে থাকে না। অর্থাৎ ব্যক্তিভিদে ভিন্ন অর্থাৎ, এটি সর্বজনীয় নয়।
দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর
প্রেষণার প্রক্রিয়া বা চক্র গুলি কি কি
বস্তুগত বা বাহিক্য নির্ধারক কি ও তার বৈশিষ্ট্য
ব্যক্তিগত বা বাহিক্য নির্ধারণ কি ও তার বৈশিষ্ট্য
আগ্রহের সঙ্গে মনোযোগের সম্পর্ক
মানসিক ক্ষমতা কি ও তার প্রকারভেদ
দ্বি উপাদান তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব
সাধারণ মানসিক উপাদান ও বিশেষ মানসিক উপাদানের মধ্যে পার্থক্য
মানসিক ক্ষমতা সম্পর্কে থাস্টোনের বহু বা প্রাথমিক বা দলগত উপাদান তত্ত্ব