“সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেড পন্ডিত স্কুল দিয়ে আমাকে প্রমোশন দেননি।” -বক্তা কে? কোন পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্যটি করেছেন তা আলোচনা করো?

মন্তব্যের প্রেক্ষিত

শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটক থেকে গৃহীত উক্তিটির বক্তা অমর। নাটকে দেখি হাসির খোরাক খুঁজতে গিয়ে শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলীকে তৃপ্তি মিত্র অর্থাৎ বৌদির শরণাপন্ন হতে হয়। প্রথমে বৌদি কলেজে ছাত্রী এবং সম্ভু মিত্র নায়ক রূপে একটি সাধারণ প্রেমের দৃশ্যে অভিনয় করে। কিন্তু সেটি যথাযথ হাসির উদ্রেক করে না। এরপর বৌদির পরিকল্পনা অনুযায়ী তারা ‘প্রগ্রেসিভ লভ সিন’ করার সিদ্ধান্ত নেয়। যেখানে বৌদি নায়িকা, শম্ভু মিত্র নায়ক এবং অমর গাঙ্গুলী পুলিশ। শম্ভু মিত্র শুধু নায়কই নন, তিনি একজন ‘underground political leader’ । অভিনয়ের পর শম্ভু মিত্র ও বৌদির ‘কেমন হলো?’

প্রশ্নের উত্তরে অমর জবাব দেন ‘কিছুই হলো না’ এবং তার একটুও হাসি পেল না। এই কথা শোনার পর বৌদি রাগ করে স্টেজ থেকে বেরিয়ে যান। শম্ভু অমর কে বলেন ‘ মা ব্রঊয়আৎ সত্যম অপ্রিয়ম’ অর্থাৎ অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। সুন্দর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই অমর আলোচ্য উক্তিটি করেন।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment