সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখাে | সংবেদনের শ্রেণিবিভাগ করাে।

সংবেদনের বৈশিষ্ট্য

জ্ঞানমূলক প্রক্রিয়ার প্রথম ধাপ হল সংবেদন| সংবেদনকে স্পষ্টভাবে বুঝতে হলে এর বৈশিষ্ট্যগুলি জানা প্রয়ােজন—

(১) জ্ঞানের প্রাথমিক উপাদান: সংবেদন হল জানার প্রক্রিয়ার সরলতম উপাদান। অনেকে তাই সংবেদনকে জ্ঞানের প্রাথমিক উপাদান হিসেবে চিহ্নিত করেন।

(২) শিশুর প্রথম অভিজ্ঞতা: সব জ্ঞান আমরা সংবেদনমূলক অভিজ্ঞতার দ্বারা অর্জন করি| এটি হল শিশুর কাছে প্রথম অভিজ্ঞতা, যা সে বাহ্যিক পরিমণ্ডল থেকে গ্রহণ করে।

(৩) উদ্দীপকনির্ভর প্রক্রিয়া: সংবেদন হল উদ্দীপক-নির্ভর প্রক্রিয়া। অন্তর্জগত বা বহির্জগতের যে-কোনাে উদ্দীপকের সঙ্গে জ্ঞানেন্দ্রিয়ের সংযােগ ঘটলে এর উদ্ভব ঘটে।

(৪) মনের ন্যূনতম সক্রিয়তা: সংবেদনে মন পুরােপুরি নিষ্ক্রিয় থাকে না, খুব কম মাত্রায় হলেও মন সক্রিয় থাকে।

(৫) বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা: সংবেদন হল বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা, কারণ এটি সর্বদাই কোনাে অস্তিত্বযুক্ত বস্তুর পুণকে নির্দেশ করে।

ওপরের বৈশিষ্ট্যগুলি পর্যালােচনা করলে দেখা যায় সংবেদন সৃষ্টি হওয়ার জন্য উদ্দীপক, দেহ এবং মন—এই তিনটির পারস্পরিক ক্রিয়া প্রয়ােজন।

সংবেদনের শ্রেণিবিভাগ

উদ্দীপিত ইন্দ্রিয়ের বিভিন্নতা অনুযায়ী সংবেদনগুলিকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়—

সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখাে | সংবেদনের শ্রেণিবিভাগ করাে।

Education সব প্রশ্ন উত্তর (একাদশ শ্রেণীর)

Leave a Comment