সংখ্যাত আর্থিক শৈলী চর্চা সম্পর্কে যা জানো লেখো?

শৈলী হল লেখকের সামগ্রিক ব্যক্তিত্বের প্রকাশ। লেখকের মনন, চিন্তন, অনুভবে নিজস্ব রীতির প্রকাশকে শৈলী বলে। এই শৈলীকে যখন সংখ্যাতত্ত্বের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে সংখ্যা তাত্ত্বিক শৈলী চর্চা বলে।

বৈশিষ্ট্য

১. সংকেতিক শৈলী বিজ্ঞান চর্চার সময় ব্যক্তি, সংরূপ ইত্যাদি বিবেচনা করা হয়।

২. শব্দ গঠন ও বাক্য গঠন থেকে সংখ্যাতাত্ত্বিক শৈলী বিজ্ঞানী লেখক এর সক্রিয়তা কে খুঁজে বার করে।

৩. ‘Stylo-Statistical Method’ -এর মাধ্যমে একটি রচনার বিশেষ্য-বিশেষণ পদের সংখ্যা গত প্রাধান্য কতখানি, ক্রিয়াপদ-ক্রিয়া বিশ্লেষণের আনুপাতিক হিসেবে কেমন ইত্যাদি পর্যালোচনা করা হয়।

৪. পার্থ কোন বিষয়ে বাক্য ও খন্ডন বাক্যের অনুপাত, পুনরক্তির পৌনঃপুণিকতা, অতিরঞ্জিত বা অপ্রাসঙ্গিক শব্দ সংখ্যার হিসেবে বিশ্লেষণ করা হয় ভাষাবিজ্ঞানের এই শাখা।

৫. অজ্ঞতা পরিচয় কোন লেখকের রচনার শনাক্তকরণের ক্ষেত্রে সংখ্যা তাত্ত্বিক শৈলীচর্চা গুরুত্ব অপরিসীম।

এইভাবে কোন পাঠের সূক্ষ্ম বিজ্ঞান নির্ভর বিশ্লেষণের মাধ্যমে লেখকের সক্রিয়তা, তার মৌলিকতার পরিচয় প্রতিষ্ঠিত হয়।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment