শিশুর জীবন বিকাশের শিখনের গুরুত্ব অপরিসীম। শিশুর অনেক মানসিক প্রক্রিয়া ও ক্ষমতা তার শিখন এর উপর প্রভাব বিস্তার করে। এই মানসিক প্রক্রিয়া এবং ক্ষমতাগুলোকে শিখনের উপাদান বলে।
শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান গুলির মধ্যে উল্লেখযোগ্য হল –
১ পরিনমন
২ প্রেষণা
৩ মনোযোগ
৪ আগ্রহ
৫ মানসিক ক্ষমতা তাছাড়াও অনেক কিছু রয়েছে।