শিক্ষার পরিমনের সংজ্ঞা

পরিণমনের সংজ্ঞা বলতে আমরা সেই আচরণ পরিবর্তনের প্রক্রিয়া বুঝি যা পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয় এবং যে আচরণ সম্প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণব্ধ অভিজ্ঞতা কে কাজে লাগানো হয় না।

মনোবিদ কলেজ বলেছেন – সহজাত প্রবণতা স্বাভাবিক বিকাশের ফলে আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া বা জন্মগত সম্ভাবনা গুলির বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়ায় হলো পরিনমন।

আবার মনোবিদ ম্যাক বলেছেন – জৈবিক বিকাশের ফলে বয়স সন্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণের যে পরিবর্তন হয় তা হলো পরিণমন।

মনোবিদ স্কিনার বলেছেন – পরিপূর্ণ মন হল এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম সত্ত্বেও মোটামুটি নিয়মিতভাবে সংঘটিত হয়।

বিশেষ বয়স প্রাপ্তির সঙ্গে সঙ্গে শিশুর পেশীর সংগঠন ও স্বাভাবিক বিকাশ এবং স্বাভাবিক স্তরে পৌঁছলে সে হাঁটতে পারে। । একেই আমরা বলি পরিণমনের ফল

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment