পরিণমনের সংজ্ঞা বলতে আমরা সেই আচরণ পরিবর্তনের প্রক্রিয়া বুঝি যা পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয় এবং যে আচরণ সম্প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণব্ধ অভিজ্ঞতা কে কাজে লাগানো হয় না।
মনোবিদ কলেজ বলেছেন – সহজাত প্রবণতা স্বাভাবিক বিকাশের ফলে আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া বা জন্মগত সম্ভাবনা গুলির বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়ায় হলো পরিনমন।
আবার মনোবিদ ম্যাক বলেছেন – জৈবিক বিকাশের ফলে বয়স সন্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণের যে পরিবর্তন হয় তা হলো পরিণমন।
মনোবিদ স্কিনার বলেছেন – পরিপূর্ণ মন হল এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম সত্ত্বেও মোটামুটি নিয়মিতভাবে সংঘটিত হয়।
বিশেষ বয়স প্রাপ্তির সঙ্গে সঙ্গে শিশুর পেশীর সংগঠন ও স্বাভাবিক বিকাশ এবং স্বাভাবিক স্তরে পৌঁছলে সে হাঁটতে পারে। । একেই আমরা বলি পরিণমনের ফল