‘লোকটা’র পরিচয়
মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে মুখ্য চরিত্র উচ্ছবের গল্পের শুরুতে লোকটা বলে সম্বোধন করা হয়েছে। তার পুরো নাম উচ্ছব নাইয়া, সে সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা। প্রথম উপস্থিতিতেই তার উগ্র চাহনি, কোমর পর্যন্ত ময়লার ছোট লুঙ্গি ও বুনো চেহারা পাঠকের অস্বস্তির উদ্রেক করে। কিছুদিন আগে মাতলা নদীর বন্যা উচ্ছবের পরিবার কেড়ে নিয়েছে। পেটের টানে সে কাজ করতে এসেছে কলকাতার এক ধনী গৃহে।
চাহনির বিশেষত্ব
লেখিকার বর্ণনা অনুযায়ী উচ্ছবের চাহনি ছিল উগ্র। তবে তার দৃষ্টির উগ্রতা কোন হিংসা বা পাপ চিন্তার কারণে ছিল না। তার জীবনে যে ঝড় বয়ে গেছে এবং পরবর্তী কিছুদিন তাকে প্রবৃত্তির সঙ্গে যেভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বড় বাড়ির প্রাচুর্য তাকে বিস্মিত করেছিল। উচ্ছবের সেই বিস্ময়ই তার বিস্ফারিত চাহনি র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ভালো না লাগার কারণ
বড় বাড়ির বড় বউ ধনী গৃহের বধু। উচ্ছবের মতো সাধারন মানুষের মনুষত্ব বোঝা দায়ী বা ক্ষমতা কোনটাই তার ছিল না। তাই ক্ষুধার্ত উচ্ছবের চাহনির উগ্র বিস্ময় তার কাছে ভালো লাগেনি।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?