প্রধান কয়েকটি ক্রীতদাস বিদ্রোহ
খ্রিস্টপূর্ব প্রথম শতকে গ্রিক ইতিহাসবিদ ডায়ােডােরাস গুরুত্বপূর্ণ তিনটি ক্রীতদাস বিদ্রোহের উল্লেখ করেছেন一
[1] প্রথম ক্রীতদাস বিদ্রোহ: রােমান সাম্রাজ্যের প্রথম ক্রীতদাস বিদ্রোহ ইউনুস নামের জনৈক ক্রীতদাসের নেতৃত্বে সিসিলির এন্না অঞ্চলে শুরু হয়েছিল। ১৩৫ খ্রিস্টপূর্ব থেকে ১৩২ খ্রিস্টপূর্ব পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল। প্রথম দিকে বিদ্রোহীরা কিছুটা সাফল্য পেলেও বিশাল রােমান সেনাবাহিনী শীঘ্রই বিদ্রোহীদের পরাজিত করে।
[2] দ্বিতীয় ক্রীতদাস বিদ্রোহ: রােমান সাম্রাজ্যের নির্যাতিত ক্রীতদাসরা দ্বিতীয়বার বিদ্রোহ শুরু করেছিল ১০৮ খ্রিস্টপূর্বাব্দে। সিসিলি দ্বীপে ছড়িয়ে পড়া এই বিদ্রোহও শেষ পর্যন্ত ব্যর্থ হয় (১০০ খ্রিস্টপূর্বাব্দ)।
[3] তৃতীয় ক্রীতদাস বিদ্রোহ: তৃতীয় ক্রীতদাস বিদ্রোহটি ছিল রােমের সবচেয়ে বড়াে ও গুরুত্বপূর্ণ বিদ্রোহ। ৭৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৭১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল। জেল থেকে পালিয়ে আসা ক্রীতদাসদের এই বিদ্রোহে নেতৃত্বে দিয়েছিলেন স্পার্টাকাস। দীর্ঘ দুবছর ধরে চলা প্রায় ৭০,০০০ ক্রীতদাসের এই বিদ্রোহ শেষপর্যন্ত ব্যর্থ হয়।
ক্রীতদাসদের অধিকারের স্বীকৃতি
রােমে বিভিন্ন সময়ে ক্রীতদাস বিদ্রোহের ফলে বিভিন্ন রোমান সম্রাট ক্রীতদাসদের কিছু কিছু অধিকার দেন।
[1] ক্লাডিয়াসের ঘােষণা: রােমান সম্রাট ক্লডিয়াস ঘােষণা করেন যে, “যদি কোনাে প্রভু তার ক্রীতদাসকে পরিত্যাগ করে তবে সেই ক্রীতদাস স্বাধীন বা মুক্ত বলে বিবেচিত হবে।
[2] নিরাের ঘােষণা: রােমান সম্রাট নিরাে প্রভুর অন্যায়ের বিরুদ্ধে ক্রীতদাসকে আদালতে অভিযােগ জানানাের অধিকার দেন।
[3] আইনি সুরক্ষা: সাম্রাজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে রােমে ক্রীতদাসদের আইনি সুরক্ষাও বৃদ্ধি পেতে থাকে।
[4] প্রভুর বিরুদ্ধে অভিযােগের সুযােগ লাভ: খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে রােমে নিষ্ঠুর প্রভুর বিরুদ্ধে ক্রীতদাসরা অভিযােগ জানানাের সুযােগ পায়।
[5] খ্রিস্টধর্মের উদ্যোগ: পরবর্তীকালে এই ধর্মের কোনাে কোনাে মহৎ মানুষ ক্রীতদাসদের বিভিন্ন দাবিদাওয়া প্রদানের, দাবিতে সরব হয়েছিল। এভাবেই ক্রীতদাসদের দাবিদাওয়া আস্তে আস্তে খ্রিস্টধর্মের স্বীকৃতি লাভ করতে থাকে।
উপসংহার: প্রাচীন রােমান সাম্রাজ্যের শক্তির তুলনায় বিদ্রোহী ক্রীতদাসদের শক্তি ছিল মহাকাশের উল্কার মতাে আলােকবিন্দু মাত্র। কিন্তু বিভিন্ন ক্রীতদাস বিদ্রোহের ফলে রােমান সম্রাটগণ ক্রীতদাসদের যেসব অধিকার দিয়েছিলেন তাতে তাদের জীবনে সামান্য হলেও কিছু সুপরিবর্তন এসেছিল।