রাজনৈতিক উপন্যাস কাকে বলে? এই ধরনের উপন্যাসের বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দাও। বাংলা সাহিত্যের বিখ্যাত কয়েকটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখাে।

যে উপন্যাসে রাজনৈতিক ঘটনা ও কাহিনিকে অবলম্বন করে একটি দেশ ও জাতির, সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রিক ব্যবস্থা, তার দ্বন্দ্ব সমস্যা সংকট ইত্যাদি পরিস্ফুট হয়ে ওঠে তাকে রাজনৈতিক উপন্যাস হিসাবে চিহ্নিত করা যেতে পারে।

নিছক কোনও রাজনৈতিক মতবাদ প্রচারের উদ্দেশ্যে নয়, একটি দেশ ও জাতির প্রাণময় উত্তেজনা, একটি সার্বজনীন ভাবাবেগ বিধৃত হয়, সার্থক রাজনৈতিক উপন্যাসে। অবশ্য কোনও কোনও ক্ষেত্রে রাজনৈতিক তত্ত্বজ্ঞান, মতাদর্শ উপন্যাসের শৈল্পিক রূপকে ছাপিয়ে প্রচার ধর্মী ও উদ্দেশ্যপ্রবণ হয়ে ওঠে।

রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্ট্য :

রাজনৈতিক উপন্যাসের বিষয়, প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে সমালােচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তারই নিরিখে সূত্রাকারে রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্টগুলি নিরূপণ করা যেতে পারে-

  • সমসাময়িক কালের উদভ্রান্তি ও বিশৃঙ্খলা যেমন কাব্যে তেমনি রাজনৈতিক সংগ্রামের উগ্র উত্তেজনা, বিরুদ্ধ মতবাদের তীব্র সংঘর্ষ, নতুন রাষ্ট্র ও সমাজব্যবস্থা স্থাপনের আকৃতি ও আদর্শবাদ রাজনৈতিক উপন্যাসে আত্মপ্রকাশের পথ খোঁজে।
  • স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্তর, ১৯৪২-এর আগষ্ট আন্দোলন, দ্বিতীয় মহাযুদ্ধের বিভ্রান্তিকর অভিজ্ঞতা, কংগ্রেস ও কমিউনিজম মতবাদের আদর্শ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য, স্বাধীনতা লাভের পর বৈষম্য বর্জিত নূতন সমাজ গড়ার একাগ্র প্রচেষ্টা, দেশপ্রেমিকের আত্মােৎসর্গের প্রেরণা নিয়ে আধুনিক যুগে বহু উপন্যাস রচিত হয়।
  • এ ধরনের উপন্যাসে দেশব্যাপী উত্তেজনার মােহ সাহিত্যিককে যেমন পেয়ে বসে তেমনি তার শাশ্বত মূল্যবােধকে অনেকটা আচ্ছন্ন করে রাখে।
  • এ বিষয়ে লেখক ও পাঠকের মধ্যে এমন একটি যােগসূত্র রচিত হয়, এবং একটি আবেগ প্রবণতা ভাবােচ্ছাস প্রকাশ হয়ে পড়ে।
  • দেশব্যাপী ভাবাবেগের ঘূর্ণাবর্তে পথে মানব প্রকৃতির বিশিষ্ট রূপটি উদঘটিত হয়ে পড়ে।
  • এ উপন্যাস রচনায় ব্যক্তিত্ব স্ফুরণের অবকাশ বিশেষ থাকে না।
  • প্ররিবেশ চিত্রণ সমসাময়িক প্রধান হয়ে ওঠে।

বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, রবীন্দ্রনাথের- ‘চার অধ্যায়’, শরৎচন্দ্রের ‘পথের দাবী’, সতীনাথ ভাদুরীর ‘জাগরী’, গােপাল হালদারের ‘একদা’, বনফুলের ‘অগ্নি’, দীপক চৌধুরীর ‘পাতালে এক ঋতু’ প্রভৃতি উল্লেখযােগ্য বাংলা সাহিত্যে বিখ্যাত কয়েকটি রাজনৈতিক উপন্যাস।

অনার্স বাংলা দ্বিতীয় পত্রের সব প্রশ্ন উত্তর

Leave a Comment