জীবনপ্রেমী কবি
জীবনসায়াহ্নে উপনীত কবি রবীন্দ্রনাথের শেষ জীবনের অনুভবসমৃদ্ধ কবিতা ‘রূপনারানের কূলে’ । কবি আজীবন কর্মের বাস্তব পৃথিবীর সঙ্গে নিবিড় ভাবে আবদ্ধ থেকেছেন। জীবনসায়াহ্নে বার্ধক্যগ্রস্ত, রোগজর্জর, পঙ্গপ্রায় কবি বাস্তবতার সঙ্গে প্রায় সম্পর্করহিত। যিনি সারা জীবন জীবনের জয়গান গিয়ে এসেছেন, তার কি এই স্থবির জীবন ভালো লাগে? কবি জানেন, জীবনের কর্তব্য পালনের প্রতি পদে আছে বাধা। তবু কি সেই কর্তব্যবোধ থেকে দূরে থাকতে চান না; কারণ তিনি জীবনকে ভালবাসেন, জীবনের গতিকে ভালোবাসেন।
জীবনের জয়গানের মুখরিত কবি
থেমে থাকা বা এই ‘টিকে থাকা’ কবির কাঙ্খিত নয়। স্থবিকের জীবন থেকে যদি কবি একবার জেগে উঠতে পারতেন, তবে দুঃখের তপস্যায় ‘সত্যের দারুন মূল্য’ দিয়ে সকল দেনার শোধ করে দিতেন। কারণ কবির ‘টিকে থাকার’ মধ্যে কোন আনন্দ নেই। তিনি রূঢ় বাস্তব পৃথিবীর আঘাত ও বেদনায় রক্তের অক্ষরের সম্পূর্ণ হতে চান। এইভাবে মানব জীবনকে সফল সুন্দর করতে চান তিনি। তাইতো মৃত্যুর দিন পর্যন্ত জীবনের জয়গানে কবি মুখর।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর