দুর্যোগ
মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পের সুন্দরবনের বাদা অঞ্চলের অধিবাসী উচ্ছব নাইয়ার জীবনী মাতলা নদীর বন্যা চরম দুর্বিপাক ডেকে এনেছিল। সেই দুর্যোগে রাতে অনেকদিন বাদে পেট ভরে খেয়েছিল উচ্ছব ও তার বউ ছেলেমেয়ে। তারপরেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ছেলে মেয়েকে জড়িয়ে ধরে শীতে আর ভয়ে কাঁপছিল উচ্ছবের বউ। অন্যদিকে ঘরের ধার ক খুটিকে শক্ত করে ধরে ইষ্টনাম জপ করছিল উচ্ছব। কিন্তু ঈশ্বরের করুণা হয়নি। বরং ঝড় বৃষ্টিতে উন্মুক্ত মাতলা নদীর জল তাদের সংসার ভাসে নিয়েছিল। উচ্ছবের ভিটে মাটি বউ ছেলে মেয়ে ভেসে গিয়েছিল। ভেসে গিয়েছিল সরকারের কাছে জমির জন্য করা আবেদন পত্রের নকল। শুধুমাত্র গাছের সঙ্গে আটকে থেকে বেঁচে গিয়েছিল উচ্ছব। শুধু সে নয়, সেই রাতে ভয়াবহ বন্যায় উচ্ছবের মতো দরিদ্র পরিবারগুলিরও চরম ক্ষতি হয়েছিল।
দুর্যোগের প্রভাব
প্রবাল দুর্যোগে ও মাতলা নদীর বর্ণনা দরিদ্র উচ্ছবের সংসার স্ত্রী ছেলে মেয়ে ভেসে গিয়েছিল। পরদিন সকাল থেকে ধ্বংস স্তুপ এর মধ্যে শ্রী ছেলে মেয়ের সাড়া পাওয়ার আশা করে তার কয়েক দিন কেটে যায়।। তার গ্রামে সাধন দাস তাকে বোঝাতে চাইলেও উচ্ছব বোঝেনি। কেবলই ঘরের চারপাশে ঘুরে ঘুরে এসে ডাকতে থাকে তার হারিয়ে যাওয়া পরিবারকে। জমিহীন কৃষক উচ্ছবের সরকারের কাছে জমি চেয়ে দরখাস্ত নকল রাখা ছিল একটি বেবি ফুডের কৌটোই। সেটিও ভেসে গিয়েছে বন্যার জলে। দেখ রাতের মধ্যে সব কিছু হারিয়ে নিজের প্রবৃত্তির তাগিদ অনুভব করতে ও ভুলে গিয়েছিল উচ্ছব। তাই সরকারি লঙ্গরখানায় “রান্না খিচুড়ি আর খাওয়া হয়নি।” পরে শোক সামনে যতদিন সে ধাতস্থ হল, ততদিন লঙ্গরখানায় রান্না খিচুড়ি দেওয়া বন্ধ। ঘটনার অভিঘাতে সে যখন প্রায় বাহ্যজ্ঞান শূন্য, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলে কলকাতায় আসার।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?