মৃত্যুঞ্জয়ের অসুস্থতার কারণ
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পের নায়ক মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে শহরের ফুটপাথে অনাহারে মৃত্যুর ঘটনা দেখে অফিসে পৌঁছে অসুস্থ হয়ে পড়েছিল। মন্বন্তরের দিনে এ স্বাভাবিক ঘটনা। কিন্তু এমন ঘটনার কথা সে শুনে থাকলে ও আগে দেখেনি কখনও। চরম খাদ্যাভাবে একের পর এক মানুষের মৃত্যুর বিপরীতে নিজের চার বেলা ভালো-মন্দ খেয়ে বেঁচে থাকাকে সেই মেনে নিতে পারছিল না। এই মৃত্যু তার মনে যে আঘাত দিয়েছে তারই প্রতিফলন পরিলক্ষিত হয়েছিল মৃত্যুঞ্জয়ের তার শারীরিক অসুস্থতা জনিত প্রতিক্রিয়ায়।
মৃত্যুঞ্জয়ের পরিবর্তন
ফুটপাথে দেখা অনাহারে মৃত্যুর ঘটনার পর সংসারের ক্ষুদ্র কর্তব্যের পন্ডিতে নিজেকে বেঁধে রাখতে পারেনি মৃত্যুঞ্জয়। ক্রমে সে অমনোযোগী হয়ে পড়ছিল অফিসের কাজে। তারপর শহরে আদি অন্তহীন ফুটপাথে, বিভিন্ন লঙ্গরখানায় ঘুরে অন্নপ্রার্থী মানুষের ভিড়ে মিশিয়ে সে বুঝে নিতে চেয়েছে -“কোথা থেকে কিভাবে কেমন করে সব উলটপালট হয়ে গেল”। সবকিছু বুঝেও কিছু করতে না পারায় অক্ষমতা শেষ পর্যন্ত তাকে বদলে দিয়েছে। গল্পের পরিণতিতে অন্নহীন মানুষের দলে খুঁজে পাওয়া গেছে অন্য এক মৃত্যুঞ্জয় কে। দাড়ি মুখ, খালিগা, ছেঁড়া ন্যাকড়া পড়া সেই মৃত্যুঞ্জয় লঙ্গরখানায় অন্যদের মতো খিচুড়ি জন্য কারাগারি মারামারি করে বলেছে – ‘গাঁ থেকে এইছি। খেতে পাইনি বাবা। আমায় খেতে দাও!
মানসিক বিকৃতির শিকার
মানবিক মূল্যবোধের তাড়নায় মৃত্যুঞ্জয় শেষ অব্দি মানসিক বিকৃতির শিকার হয়েছে। সমাজ ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে মৃত্যুঞ্জয়ের মন অভিযোজিত হতে পারেনি। সমাজ পরিবেশের অসহীন চাপ তার স্নায়ুতন্ত্রের শক্তি ও সহনশীলতাকে ছাপিয়ে গিয়েছিল। ফলে গল্পের পরিণতিতে মস্তিষ্ক বিকৃতির দেখা গেছে মৃত্যুঞ্জয়ের, বিশৃঙ্খল হয়ে উঠেছে তার আচরণ।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল ?
অপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল ?
ছোট গল্প হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির কতখানি সার্থক, আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় স্ত্রী তথা টুনুর মা-এর চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’ছোট গল্প অবলম্বনে নিখিল চরিত্রটি পর্যালোচনা করা ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পে লেখকের মানবদরদি মানসিকতা কিভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো ?
“একটু অবজ্ঞার সঙ্গে ভালও বাসে” -কে , কাকে, কেন পছন্দ করত বা ভালোবাসত ?
“এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ?” -কোন অপরাধের কথা বলা হয়েছে ? বক্তা কেন নিজেকে অপরাধী মনে করেছেন?
“দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে” -কোন প্রসঙ্গে বলা হয়েছে? এমন বলার কারণ কি?
“এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” -কে, কেন এবং কিভাবে দেশের লোককে বাঁচাতে চায় ?
‘শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়।’ – ‘ঘুরে ঘুরে’ সে কি দেখে এবং কি উপলব্ধি করে?
“তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।” -কারো অভিজ্ঞতা? এমন বলার কারণ কি